সাম্প্রদায়িক বিবৃতির জের, বিজেপি'র নুপূর শর্মাকে গ্রেপ্তারের দাবি স্বরাজ ইন্ডিয়ার

সাম্প্রদায়িক ও প্ররোচনামূলক বিবৃতির জন্য বিজেপি'র নুপূর শর্মাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে স্বরাজ ইন্ডিয়া। উত্তর প্রদেশের কানপুরে সাম্প্রদায়িক উত্তেজনা এবং গোষ্ঠীহিংসার জন্য বিজেপি'র নুপূর শর্মার প্ররোচনামূলক বিবৃতিকে দায়ী করে তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাল স্বরাজ ইন্ডিয়া। 

Web Desk - ANB | Published : Jun 4, 2022 11:09 AM IST / Updated: Jun 04 2022, 05:58 PM IST

সাম্প্রদায়িক ও প্ররোচনামূলক বিবৃতির জন্য বিজেপি'র নুপূর শর্মাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে স্বরাজ ইন্ডিয়া। উত্তর প্রদেশের কানপুরে সাম্প্রদায়িক উত্তেজনা এবং গোষ্ঠীহিংসার জন্য বিজেপি'র নুপূর শর্মার প্ররোচনামূলক বিবৃতিকে দায়ী করে তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাল স্বরাজ ইন্ডিয়া। 

স্বরাজ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাম বচ্চন বলেন, 'টেলিভিশনে নুপূর শর্মার প্ররোচনামূলক  বক্তব্যের জন্যই কানপুরের সাম্প্রদায়িক উত্তেজনা ও গোষ্ঠীহিংসার ঘটনা ঘটেছে। রাষ্ট্র ক্ষমতার সমর্থনে বিজেপি সারা দেশেই এমন ঘটনা ঘটিয়ে চলেছে। দিল্লি হিংসা সহ বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি নেতা নেত্রীরা দিনের পর দিন উসকানি ছড়িয়ে হিংসা, সংঘর্ষ, দাঙ্গা বাধিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এদের দুটো উদ্দেশ্য। কেন্দ্রের সরকারের ব্যার্থতার জন্য অর্থনৈতিক সংকট, মূল্যবৃদ্ধি, বেকারীর মত সমস্যার থেকে দেশবাসীর দৃষ্টি সরিয়ে রাখা এবং দেশের সংখ্যালঘু সমাজকে ভীত ও সন্ত্রস্ত করে রাখা। স্বরাজ ইন্ডিয়া কানপুরের ঘটনার তীব্র নিন্দা করে জানাচ্ছে, উত্তর প্রদেশের যোগী সরকারের পুলিশের উচিত নুপূর শর্মাকে অবিলম্বে গ্রেপ্তার করা।'

Latest Videos

মহারাষ্ট্রের বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি একটি টেলিভিশন ডিবেটে মুসলিম ধর্মের প্রধান নবী মহম্মদকে অপমান করার অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে এদিন জুম্মার নামাজের পর দোকান বন্ধ করে দেয়। বার করা হয় মিছিল। তাতে বাধা দেয় প্রশাসন। সেই সময়ই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। মোতায়েন করা হয়েছে । 

 আরও পড়ুন, খুনের দিন কী কারণে ফোন অনুব্রতকে ? ভোট পরবর্তী হিংসার মামলায় ২ বিধায়ককে তলব সিবিআই

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। কিন্তু পুলিশ সেই মিছিল লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায়। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাল্টা পুলিশের অভিযোগ মিছিল থেকে তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। মহারাষ্ট্রের বিজেপি নেতা নুপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে  নবী মোহম্মদকে অপমান করার অভিযোগ তুলে ইতিমধ্যেই দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে নুপুর শর্মা সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন। চলমান জ্ঞানবাপী সমজিদ বিতর্ক নিয়ে তিনি বলেছিলেন, যে মুসলামের ধর্মীয় বই থেকে কিছু জিনিস তুলে তাদের উপহাস করা যেতে পারে। যেহেতু তারা হিন্দুদের বিশ্বাসকে আঘাত করেছে। কারণ জ্ঞানবাপীতে পাওয়া শিবলিঙ্গকে তারা ফোয়ারার সঙ্গে তুলনা করেছে। 

আরও পড়ুন, এক পায়ে দীর্ঘ ২ কিমি হেঁটে রোজ স্কুল সফর, অবাক করল জম্ম-কাশ্মীরের পারভেজ

Share this article
click me!

Latest Videos

'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati