সুইস মহিলাকে লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে খুন, দিল্লিতে গ্রেফতার ১

Published : Oct 21, 2023, 07:17 PM IST
Kolkata Student Murder

সংক্ষিপ্ত

অভিযুক্ত ৩০ বছরের গুরপ্রীত সিং-এক সঙ্গে সম্পর্ক ছিল ৩০ বছরের মহিলার। সুইজারল্যান্ডে তাঁদের আলাপ হয়েছিল 

উৎসবের মরশুমে নৃশংস ঘটনার সাক্ষী থাকল দিল্লি। শনিবার দিল্লি পুলিশ এক মহিলাকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, এক সুইস মহিলাকে খুন করে হাত ও পা ধাতব শিকল দিয়ে বেঁধে রেখেছিল। তারপর কালো প্ল্যাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে রেখে ছিল। পুলিশ জানিয়েছে, মহিলার দেহ উদ্ধার করার পরই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত ৩০ বছরের গুরপ্রীত সিং-এক সঙ্গে সম্পর্ক ছিল ৩০ বছরের মহিলার। সুইজারল্যান্ডে তাঁদের আলাপ হয়েছিল। সেখান থেকেই তাঁর সঙ্গে সম্পর্ক। গুরপ্রীতের সন্ধানেই মহিলা সুইজারল্যান্ড থেকে ভারতে আসেন। কিন্তু গুরপ্রীতের সঙ্গে অন্য কোনও মহিলার সম্পর্ক ছিল তাই মহিলাকে গ্রহণ করতে না পেরে হত্যা করেছে।

পুলিশের অনুমান, গুরপ্রীত সিং ও মহিলার মধ্যে সম্পর্ক ছিল। দূর সম্পর্ক ছিল। সুইজারল্যান্ডে মহিলার সঙ্গে দেখা করতে যেতেন গুরপ্রীত। কিন্তু এই সম্পর্ক তাঁর পছন্দ ছিল না। তাই তিনি মহিলাকে ভারতে ডেকে পাঠিয়েছিলেন। এখানেই খুন করার পরিকল্পনা করেছিল গুরপ্রীত।

প্রাথমিক তদন্তে গুরপ্রীত স্বীকার করে নিয়েছে, জাদু দেখানোর অজুহাতে মহিলার হাত ও পা একটি লোহার শিকল দিয়ে বেঁধে দিয়েছিল। তারপর শ্বাসরোধ করে হত্যা করে। তারপর রাস্তার ধারে ফেলে দেয় প্ল্যাস্টিক চাপা দিয়ে।

পুলিশ সূত্রের খবর সকলে তিলকনগর থানা এলাকার একটি সরকারি স্কুলের রাস্তার ধার থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। তারপরই তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজের সাহায্য গুরপ্রীত সিংএর গাড়ি চিহ্নিত করে। তারপপরই গাড়ির নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর দেখে গাড়ির মালিককে খুঁজে বার করে। তারপরই প্রাথমিক জেরায় গুরপ্রীত খুনের কথা স্বীকার করে নেয়।

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র