BJP News: 'উত্তরের পাপ্পু রাহুল, দক্ষিণের পাপ্পু উদয়নিধি', মন্তব্য তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতির

‘উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে যেরকম মন্তব্য করেছিলেন, একইরকম মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী, মোদী সরকারকে নিয়ে’, মন্তব্য করেছেন তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাই। 

রাহুল গান্ধী এবং উদয়নিধি স্ট্যালিনকে একযোগে বিঁধলেন তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাই। সম্প্রতি, তামিলনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী তথা ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের সনাতন হিন্দু ধর্ম সম্বন্ধীয় একটি বক্তব্য নিয়ে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়। সেই বক্তব্যের ওপর ভিত্তি করে কংগ্রেস প্রধান ও ডিএমকে মন্ত্রীর বিরুদ্ধে একযোগে বাক্যবাণ ছুড়লেন বিজেপি নেতা। 

কে আন্নামালাই-এর মতে, উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে যেরকম মন্তব্য করেছিলেন, একইরকম মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী, মোদী সরকারকে নিয়ে। তুতিকোরিন বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, তামিলনাড়ুর বিজেপি সভাপতি আন্নামালাই বলেছেন, “উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মের কথা বলেছেন, ঠিক যেমনভাবে রাহুল গান্ধী মোদী সরকারের মন্ত্রণালয়ের কথা বলেছিলেন।” 

এরপরেই তিনি বলেন, “উত্তর ভারতের পাপ্পু হলেন রাহুল গান্ধী, আর দক্ষিণ ভারতের পাপ্পু হলেন উদয়নিধি। এঁরা এভাবে কথা বলতে থাকলে ইন্ডিয়া (INDIA) জোটের ভোটব্যাংক ক্রমশ কমতে থাকবে। ইতিমধেই ইন্ডিয়া জোটের ভোটের হার কমে গেছে একেবারে পাঁচ শতাংশে।” তাঁর কথায়, আগামী নির্বাচনে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে বিজেপি সরকার জয়লাভ করবে, এটা নিশ্চিত। নরেন্দ্র মোদী এখনও প্রচারে নামেননি। তিনি প্রচার করতে এলে চারশো আসনে জয় নিশ্চিত। ডিএমকে সরকারের বিরুদ্ধে তাঁর প্রশ্ন, “ছয় মেয়াদে ক্ষমতায় আসীন থাকার পরও তাঁরা (DMK) সামাজিক ন্যায়বিচারের কথা বলছেন! তাঁরা নিজেরা কি সামাজিক ন্যায়বিচার আনতে পারেন না?”

আরও পড়ুন- 
By Poll News: ধূপগুড়ির ভোটে তৃণমূলের ক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মেজাজ চড়ছে চরমে
র‍্যাগিং-এর বিরুদ্ধে শাস্তি দিতে বলা হলেও শোনেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? তদন্ত কমিটির রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Teachers Day 2023: শিক্ষক দিবসে ১০ হাজার টাকা করে পাবেন ছাত্রছাত্রীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উদ্যোগ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia