Kashmir: সারছে ক্ষত, কাশ্মীরি হিন্দু-বৌদ্ধদের রক্ষায় মোদী সরকারের ভূয়সী প্রশংসা তরুণ বিজয়ের

Published : Nov 26, 2021, 02:31 PM IST
Kashmir: সারছে ক্ষত, কাশ্মীরি হিন্দু-বৌদ্ধদের রক্ষায় মোদী সরকারের ভূয়সী প্রশংসা তরুণ বিজয়ের

সংক্ষিপ্ত

সন্ত্রাসবাদ শুধুমাত্র কাশ্মীরে মানুষের জীবনকেই ক্ষতিগ্রস্থ করেনি বরং হিন্দু বৌদ্ধ মন্দির এবং স্মৃতিসৌধগুলিকেও মাটিতে মিশিয়ে দিয়েছে।

গত কয়েক সপ্তাহে উপত্যকায় বিছিন্নতাবাদী হামলার(Terrorism in Kashmir) পরিমাণও অনেকটাই বেড়েছে। বেড়েছে ইসলামী সন্ত্রাসের পরিমাণ। সন্ত্রাসবাদ শুধুমাত্র কাশ্মীরে(Kashmir) মানুষের জীবনকেই ক্ষতিগ্রস্থ করেনি বরং হিন্দু(Hindu) বৌদ্ধ(Buddhist) মন্দির এবং স্মৃতিসৌধগুলিকেও মাটিতে মিশিয়ে দিয়েছে।

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo