এবার ঘুম ভাঙবে এক কাপ 'জেলেনস্কি'-তে, বাজারে এল অসমের অ্যারোম্যাটিক টি

এবার চায়ের বাজারে চমক দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বাজারে এসে গিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে চা। একটি স্টার্ট-আপ সংস্থা জেলেনস্কি ব্র্যান্ড নামে একটি অসম চা বাজারে এনেছে।

সকালে চা-টা (Morning Tea) না হলে অনেকেই দিন শুরু করতে পারেন না। এক কাপ চা-এ চুমুক দিয়েই শুরু হয় দিন। আর চায়ের আসরে অনেক দিন আগে থেকেই ঢুকে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine Crisis)। 'হট টপিক' (Hot Topic) গুলির মধ্যে এটিও এখন অন্যতম। আর এবার সেই ছোঁয়াই মিশে গেল লিকারেও। এখন চাইলে দোকানে গিয়ে বলতেই পারেন 'আমাকে এক প্যাকেট জেলেনস্কি দিন তো'! অবাক হচ্ছেন নিশ্চয়ই? হওয়ারই বিষয়। তাহলে বিষয়টা ঠিক কী তা জেনে নিন। 

এবার চায়ের বাজারে চমক দিয়েছে রাশিয়া (Russia) ইউক্রেন (Ukraine) যুদ্ধ। বাজারে এসে গিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Ukraine President Volodymyr Zelensky) নামে চা। একটি স্টার্ট-আপ সংস্থা জেলেনস্কি ব্র্যান্ড নামে একটি অসম চা (Aromatic Tea) বাজারে এনেছে। অসমের ওই সংস্থা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অসীম সাহস আর বীরত্বকে সম্মান জানাতেই তাদের নতুন চা-ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে জেলেনস্কির নামে।

Latest Videos

আরও পড়ুন- আরও বিধ্বংসী রাশিয়া গুঁড়িয়ে দিল ইউক্রেনের স্কুল, যুদ্ধে সামিল চেচেনাও

জেলেনস্কি চায়ের প্যাকেট

ইউক্রেনের উপর রাশিয়ার হামলা চালানোর পর এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন এলাকা। ভেঙে গিয়েছে স্কুল, কলেজ, ঘর, বাড়ি, অফিস, হাসপাতাল। ছবির মতো সাজানো শহর এখন যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মৃত্যু হয়েছে দেশের অসংখ্য সাধারণ মানুষের। প্রাণ বাঁচাতে স্বপ্ন দিয়ে বোনা ঘর ছেড়ে পালাতে হয়েছে অনেককেই। অনেকে দেশও ছেড়ে দিয়েছেন। কিন্তু, এই অবস্থাতেও মাথা নত করেনি ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে চোখে চোখ রেখে জারি রয়েছে লড়াই। আর পরিবার নিয়ে পালিয়ে না গিয়ে ইউক্রেনে থেকেই লড়াই চালিয়ে যাচ্ছেন জেলেনস্কি। হারার আগে হার স্বীকার করার পাত্র তিনি নন। আর সেই কারণে তাঁকে সম্মান জানাতেই এই চা বাজারে নিয়ে এসেছে অসমের এই চা প্রস্তুতকারক সংস্থাটি। 

আরও পড়ুন- কংগ্রেসের ভাঙন কি আসন্ন, ২৪ ঘণ্টার মধ্যে বিক্ষুদ্ধ গোষ্ঠীর পরপর দুটি বৈঠক

সংস্থার প্রধান রণজিৎ বড়ুয়া (Ranjit Barua) জানিয়েছেন, জেলেনস্কি নামের ওই চা স্বাদে আসলে বেশ কড়া। তিনি বলেন, "যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের মানুষের পাশে থেকে গিয়েছেন। সাহস জুগিয়েছেন সেনা এবং সাধারণ মানুষকে। তাঁর সেই সাহস ও বীরত্বকে সম্মান জানানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য।" আসলে জেলেনস্কির চরিত্রের সঙ্গে তাঁদের চায়ের 'কড়া' স্বাদকেই এক করে দিতে চেয়েছেন রণজিৎ বড়ুয়া। সেই কারণেই এই নাম বেছে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন- পোল্যান্ডের প্রায় সীমান্তে দাঁড়িয়ে রাশিয়া, মিত্র দেশকে বাঁচাতে মিসাইল পাঠাল ব্রিটেন

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু