ক্লাসরুমেই শিক্ষিকার সঙ্গে অন্তরঙ্গ হলেন শিক্ষক! ভিডিও ছড়িয়ে পড়ল স্কুলের গ্রুপে, পরের ঘটনা জানলে চমকে যাবেন

Published : Sep 14, 2024, 03:51 PM IST
Classroom

সংক্ষিপ্ত

ক্লাসরুমেই শিক্ষিকার সঙ্গে অন্তরঙ্গ হলেন শিক্ষক! ভিডিও ছড়িয়ে পড়ল স্কুলের গ্রুপে, পরের ঘটনা জানলে চমকে যাবেন

ক্লাসের মধ্যেই স্কুলের শিক্ষিকার সঙ্গে অসভ্য আচরণ করলেন স্কুলের শিক্ষক! বিহারের জেহনাবাদের ঘটনায় তীব্র ধিক্কার চারিদিকে। জানা গিয়েছে প্রাইমারি স্কুলের এই শিক্ষক এক শিক্ষিকার সঙ্গে অশ্লিল আচরণ করেছেন এবং নিজেই নিজের মোবাইলে সেই ভিডিও তৈরি করে স্কুলের গ্রুপে শেয়ার করেছেন ওই শিক্ষক।

তথ্য অনুযায়ী জানা গিয়েছে, জেহানাবাদের ঘণ্টা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিথিলেশ কুমার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যেখানে তাঁকে একটি মহিলার সঙ্গে অশ্লিল ব্যবহার করার দৃশ্য ক্যামের বন্দি হয়েছে। ঘটনার সময় ঘরটি বন্ধ করা ছিল এমনই দেখা গিয়েছে ভিডিওতে।

ইতিমধ্যেই এই ভিডিও শিক্ষা বিভাগের কর্তাদের সামনে এসেছে এবং তাঁরা এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যেই নোটিশ জারি করেছেন এবং সো কজ করেছেন। অভিযুক্তের কাছে আসল ঘটনা জানতে চেয়েছেন জেলা শিক্ষা অফিসার রশ্মি রেখা। সব থেকে আশ্চর্যের ব্যাপার এই ভিডিওটি ক্লাসরুমে করা হয়েছে।

এই ভিডিওর পিছলে আসল কারণ কী? তাও সামনে এসেছে ইতিমধ্যেই।

এ প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষক জানিয়েছেন, যে এই ভিডিওটি ২০১৭ সালের এবং ভিডিওতে থাকা মহিলাটি কোনও শিক্ষিকা নয়, তিনি তাঁর স্ত্রী। এবং এই ভিডিওটি স্কুলের নয়, এটা তার বাড়ির, এবং তার ফোন বেশিরভাগ সময়তেই তার সন্তানদের কাছে থাকতো। তারাই ভিডিওটি করে স্কুলে গ্রুপে পাঠিয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত।

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের