বদলে গেল পোর্ট ব্লেয়ারের নাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম জানেন?

ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এবার এই দ্বীপপুঞ্জের রাজধানীর নাম বদলে দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ শাসনাধীন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনীর আধিকারিক ক্যাপ্টেন আর্কিব্যাল্ড ব্লেয়ারের নাম আর থাকছে না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম বদলে দিল কেন্দ্রীয় সরকার। এই শহরের নতুন নাম হল শ্রী বিজয় পুরম। শুক্রবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, দেশ থেকে ব্রিটিশ শাসনের ছাপ মুছে ফেলার লক্ষ্যেই পোর্ট ব্লেয়ারের নাম বদল করা হল। 'এক্স' হ্যান্ডলে অমিত শাহ লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির দূরদর্শিতার অনুপ্রেরণায় দেশ থেকে ব্রিটিশ শাসনের ছাপ মুছে ফেলার লক্ষ্যে আমরা পোর্ট ব্লেয়ারের নাম বদলে শ্রী বিজয় পুরম রাখার সিদ্ধান্ত নিয়েছি। অতীতের নামে ব্রিটিশ শাসনের ছাপ ছিল। শ্রী বিজয় পুরম আমাদের স্বাধীনতা সংগ্রামে জয় এবং স্বাধীনতা সংগ্রামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনন্য ভূমিকার প্রতীক। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিশেষ ভূমিকা আছে। এই দ্বীপ অঞ্চল একসময় চোল সাম্রাজ্যের নৌ ঘাঁটি ছিল। আজ এই দ্বীপপুঞ্জ কৌশলগত দিক থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উন্নয়নের উচ্চাশা আছে।’

নেতাজির কথা উল্লেখ অমিত শাহের

Latest Videos

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেই আছে কুখ্যাত সেলুলার জেল। বহু স্বাধীনতা সংগ্রামীকে সেলুলার জেলে নিয়ে গিয়ে প্রচণ্ড অত্যাচার করেছিল ব্রিটিশ পুলিশ। সে কথা উল্লেখ করে অমিত শাহ বলেছেন, ‘এই সেই জায়গা যেখানে প্রথমবার আমাদের তিরঙ্গা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেলুলার জেলে বীর সাভারকরজি এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন দেশের জন্য লড়াই করেছিলেন।’

 

 

ভারতীয় সংস্কৃতির উপর জোর

কেন্দ্রীয় সরকার দেশের সব জায়গা থেকেই বিদেশি শাসকদের চিহ্ন মুছে ফেলতে চাইছে। এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সেই উদ্যোগই দেখা গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দেখে নিন আন্দামান ও নিকোবরে ২১টি দ্বীপের নাম রাখলে কোন কোন বীর সেনার নামে, রইল তালিকা

HMS Tamar: আন্দামান নিকোবরের দিকে যাত্রা করল রয়্যাল নেভির টহলদারি জাহাজ এইচএমএস তামার

আন্দামান সমুদ্রে ব্যাপক কোরাল ব্লিচিং, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রাকৃতিক পরিবর্তন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মুহূর্তেই ধসে গেল গোটা ফ্লাট! সামনে আসলো সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও, দেখুন | Baghajatin Latest News
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
মকর সংক্রান্তিতে শুরু মহাকুম্ভ মেলা ২০২৫, ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ মানুষ | Mahakumbh 2025
Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral