ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষক দিবস বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই দিনটি বিশেষভাবে পালন করা হয়। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের বিশেষ সম্পর্কের কথা এই দিনটিতে নতুন করে স্মরণ করিয়ে দেওয়া হয়।
শিক্ষক দিবসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবারের শিক্ষক দিবসও ব্যতিক্রম নয়। সব শিক্ষা প্রতিষ্ঠানেই অনুষ্ঠানের প্রস্তুতি সারা। শেষমুহূর্তের কাজ হয়তো কোথাও বাকি। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের স্বাগত ভাষণ, এই দিনটির গুরুত্ব সম্পর্কে বক্তব্য, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য কিছু বলতে হবে। প্রতিবারই একরকম কথা বললে কারও ভালো লাগে না। সেই কারণে এবার নতুন কিছ বলতে পারেন। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ভেবে-চিন্তে বক্তব্য লিখে নিতে পারেন। কিন্তু স্কুলের পড়ুয়াদের পক্ষে সেটা একটু কঠিন। সেই কারণে তাদের কথা মাথায় রেখেই কিছু পরামর্শ দেওয়া হল।
স্বাগত ভাষণ
শিক্ষক দিবসে স্কুলের অনুষ্ঠানের স্বাগত ভাষণে বলা যেতে পারে- ‘সুপ্রভাত/শুভ দুপুর, মাননীয় প্রধান শিক্ষক/শিক্ষিকা, মাননীয় শিক্ষকগণ, মাননীয় অতিথিবর্গ, সহপাঠীগণ, শিক্ষক দিবসের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে পেয়ে আমরা আনন্দিত। আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা (স্কুলের নাম) পড়ুয়ারা আমাদের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের শিক্ষক-শিক্ষিকাদের এই বিশেষ দিনটির শুভেচ্ছা জানাই। আপনাদের নির্দেশিকা আমাদের চালিকাশক্তি। আপনাদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান শিক্ষা পাচ্ছি যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। আপনারা আমাদের মনে কৌতূহল ও জ্ঞানের খিদে জাগিয়ে তুলেছেন। আমাদের জীবন গঠনে শিক্ষকদের বিশেষ ভূমিকা থাকে। এই দিনটিতে আপনাদের সেই ভূমিকার কথা আমরা স্বীকার করছি। আপনারা আমাদের অনুপ্রেরণা। আপনাদের কাছ থেকে আমরা মূল্যবোধ, নীতিশিক্ষা লাভ করছি। এই বিশেষ দিনটিতে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রতি শ্রদ্ধা অটুট থাকবে। আপনাদের নির্দেশ মেনে চলব। ধন্যবাদ।’
মূল অনুষ্ঠানের ভাষণ
শিক্ষক দিবসের স্বাগত ভাষণের পর মূল অনুষ্ঠানের সময় বলা যেতে পারে, ‘সুপ্রভাত/শুভ দুপুর, আজ আমরা শিক্ষক দিবস পালন করার জন্য একত্রিত হয়েছি। যে শিক্ষক-শিক্ষিকার আমাদের জীবন গঠনে বড় ভূমিকা পালন করছেন তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাননীয় শিক্ষক-শিক্ষিকারা আমাদের জীবনের আলোকবর্তিকা। তাঁরাই আমাদের পথ দেখাচ্ছেন। তাঁদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করে তোলে। আমাদের শিক্ষা দেওয়া, মূল্যবোধ শেখানো, জীবনে চলার পথে নানা সু-পরামর্শ দান করার জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের জীবনে শিক্ষক-শিক্ষিকাদের প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে উপলদ্ধি করা যায়। আমরা শুধু সেটা স্বীকার করতে পারি। প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন-
Teacher’s Day: শিক্ষক দিবসে দিতে পারেন এই পাঁচটি বিশেষ উপহারের মধ্যে একটি, রইল আইডিয়া