ভিন জাতে বিয়ে, নিজের দিদিকেই নৃশংস শাস্তি দিল কিশোর

Published : Jun 23, 2019, 07:18 PM IST
ভিন জাতে বিয়ে, নিজের দিদিকেই নৃশংস শাস্তি দিল কিশোর

সংক্ষিপ্ত

মধ্য প্রদেশের ইন্দোরের ঘটনা দিদির হাতে খুন ভাই ভিন জাতে বিয়ে করার শাস্তি দিদিকে


ভিন জাতে বিয়ে করেছিল দিদি। আর তাই তাঁকে নৃশংস শাস্তি দিল সতেরো বছরের কিশোর। গুলি করে নিজের দিদিকেই হত্যা করল সে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের একটি গ্রামে। 

সংবাদসংস্থার খবর অনুযায়ী, ছ' মাস আগেই পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে ভিন জাতের এক যুবককে বিয়ে করেছিলেন ওই তরুণী। দু' জনেই ইন্দোরের রাওয়াড় গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বিয়ের পর গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন ওই দম্পতি। কিন্ত শনিবার ওই গ্রামেই নিজের শ্বশুড়বাড়িতে ফেরেন ওই তরুণী। তখনই সেখানে চড়াও হয় তরুণীর সতেরো বছর বয়সি ভাই। এর পর মুহূর্তেই নিজের দিদির মাথায় গুলি করে তাঁকে হত্যা করে সে। 

ঘটনার পর পরই ওই তরুণীকে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত ভাইকে খুঁজতে অবশ্য বিশেষ বেগ পেতে হয়নি পুলিশকে। কারণ দিদিকে খুন করার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। 
 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল