ভয়াবহ বিপর্যয়! হিমাচলে একটানা ভারী বৃষ্টি, ৬০টিরও বেশি রাস্তা বন্ধ রাজ্য জুড়ে

ভয়াবহ বিপর্যয়! হিমাচলে একটানা ভারী বৃষ্টি, টানা ৬০টিরও বেশি রাস্তা বন্ধ

বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে ৬০টিরও বেশি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। মান্ডিতে ৩১টি, সিমলা ও মান্ডিতে ১৩টি, কাংড়ায় ১০টি, কিন্নৌরে ৪টি, কুল্লুতে ২টি এবং উনা, সিরমৌর ও লাহুল ও স্পিতি জেলায় ১টি করে রাস্তা বন্ধ রাখা হয়েছে।

কিন্নর জেলার নেগুলসারির কাছে ৫ নম্বর জাতীয় সড়ক (হিন্দুস্তান-তিব্বত সড়ক) অবরুদ্ধ। রাজ্যে ১১টি বিদ্যুৎ ও একটি জল সরবরাহ প্রকল্পও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে এসইওসি।

Latest Videos

শনিবার সন্ধ্যা থেকে রাজ্যের বিভিন্ন অংশে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উনায় ৪৮ মিলিমিটার, কুফরিতে ১৯.৮ মিলিমিটার, সাংলায় ১৭.২ মিলিমিটার, জুব্বারহাট্টিতে ১৫.৬ মিলিমিটার, মান্ডিতে ১৫.৬ মিলিমিটার, নিচার ১৪.৮ মিলিমিটার, বিজাহিতে ১৪ মিলিমিটার, কল্পায় ৮.১ মিলিমিটার, বার্থিনে ৭ মিলিমিটার, দেরা গোপীপুরে ৬.৩ মিলিমিটার এবং ডালহৌসিতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা যায়।

২৭ জুন রাজ্যে বর্ষা শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশের বৃষ্টিপাতের ঘাটতি দাঁড়িয়েছে ২১ শতাংশ, রাজ্যে গড়ে ৬৫৭.৯ মিলিমিটারের বিপরীতে ৫২২.২ মিমি বৃষ্টিপাত হয়।

গত ২৭ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় ১৫৮ জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন ৩০ জন। রাজ্যে ১,৩০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে', বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury-র
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury