চলন্ত ট্রেনে হঠাৎ ঢুকে পড়ল ১০০ জন দুষ্কৃতী! তারপর ভয়াবহ অভিজ্ঞতার মুখে যাত্রীরা, চলল ভয়ঙ্কর তাণ্ডব...

চলন্ত ট্রেনে হঠাৎ ঢুকে পড়ল ১০০ জন দুষ্কৃতী! তারপর ভয়াবহ অভিজ্ঞতার মুখে যাত্রীরা, চলল ভয়ঙ্কর তাণ্ডব

ফের বিপত্তির মুখে রেল! যাত্রীদের সুরক্ষা নিয়ে উঠল বড়সর প্রশ্ন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার এক মাস যেতে না যেতেই ভয়াবহ দুষ্কৃতী তাণ্ডব। ট্রেনে সংরক্ষিত কামরায় ঘটল ভয়াবহ ঘটনা।

জানা গিয়েছে, বিহারের উপর দিয়ে আসছিল হাওড়া দুন এক্সপ্রেস। সেই সময়তেই ৯ (S9) সংরক্ষিত কামরায় হঠৎই ছুকে পড়েন দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। এরপর সিটে বসার চেষ্টা করেন তারা।

Latest Videos

এতে আপত্তি জানান ট্রেনের অন্যান্য যাত্রীরা। এর থেকে শুরু হয়ে যায় প্রবল বাকবিতণ্ডা। এরপর পরবর্তী স্টেশনে হুড়মুড়িয়ে ঢুকে পড়েন প্রায় শতাধিক লোক। ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয় রেল কামরায়। যাত্রীদের বেধড়ক মারধর করেন তাঁরা। শুধু পুরুষরা গায়ে হাত তোলাহয়েছে ট্রেনে থাকা মহিলা ও শিশুদেরও।

যার দরুণ এক যাত্রীর মাথাও ফেটে গিয়েছে। পরে পরিস্থিতি সামাল দিতে আসে রেল পুলিশ। কিন্তু ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই ভয়ঙ্কর ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata