ভয়াবহ অবস্থা সিরিয়ায়! বেড়েই চলেছে সংঘর্ষ, এবার এই দেশে ভ্রমণে নিষেধ ভারতের

ভয়াবহ অবস্থা সিরিয়ায়! বেড়েই চলেছে সংঘর্ষ, এবার এই দেশে ভ্রমণে নিষেধ ভারতের

শুক্রবার সিরিয়ায় ভ্রমণ নিষিদ্ধ করল ভারত। সিরিয়ায় ক্রমবর্ধমান সংঘর্ষের মাথায় রেখেই দেশবাসীকে সাবধান করেছে ভারত।

বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'সিরিয়ার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরিয়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

Latest Videos

বিদেশমন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, "যাঁদের যেতেই হে, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব বাণিজ্যিক উড়ানের মধ্যে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং অন্যদের অনুরোধ করা হচ্ছে যে তাঁরা যেন নিজেদের সুরক্ষার বিষয়টি মাথায় রাখেন।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন, যাঁদের মধ্যে ১৪ জন রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংস্থায় কর্মরত।

তিনি জানিয়েছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে সাম্প্রতিক সংঘর্ষ বৃদ্ধির বিষয়টি আমরা লক্ষ্য করেছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ... শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, "আমাদের মিশন আমাদের নাগরিকদের সুরক্ষা ও সুরক্ষার জন্য তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

বর্তমানে সিরিয়ায় অবস্থানরত ভারতীয়দের জন্য বিদেশ মন্ত্রক দামেস্কে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। দূতাবাসের জরুরি হেল্পলাইনের মাধ্যমে +৯৬৩ 993385973, হোয়াটসঅ্যাপে এবং আপডেটের জন্য hoc.damascus@mea.gov.in ইমেলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

জিহাদি গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহীরা বড় ধরনের হামলা চালিয়ে সিরিয়ার বৃহত্তম আলেপ্পোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। এই অভিযানের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটল।

বিদ্রোহীদের লক্ষ্য হোমস এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের আসন দামেস্কের দিকে অগ্রসর হওয়া।

বৃহস্পতিবার বিদ্রোহী বাহিনী সিরিয়ার ভূখণ্ডের আরও গভীরে অগ্রসর হয়ে দেশটির চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করে নেয়।

হামায় বিজয় বিদ্রোহীদের জন্য একটি কৌশলগত মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, যারা এখন গুরুত্বপূর্ণ চৌরাস্তার শহর হোমসের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করেছে। যদি হোমস দখল করা হয়, তাহলে আসাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলো কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে, যা ক্ষমতার ওপর তার দৃঢ়তা আরও দুর্বল করে দেবে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শত শত বাসিন্দা রাতারাতি হোমস ছেড়ে পালিয়ে যাচ্ছেন, যখন সরকারবিরোধী বিদ্রোহীরা রাজধানী দামেস্কের রাস্তা ধরে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি