শিকড় থেকে বিকাশ সবই প্রতিবেশীর ঘরে, ৯/১১-এর দিনেও পাকিস্তানকে একঘরে করলেন মোদী

Published : Sep 11, 2019, 05:36 PM ISTUpdated : Sep 11, 2019, 05:43 PM IST
শিকড় থেকে বিকাশ সবই প্রতিবেশীর ঘরে, ৯/১১-এর দিনেও পাকিস্তানকে একঘরে করলেন মোদী

সংক্ষিপ্ত

১১ সেপ্টেম্বর শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সেই দিনেই ২০০১ সালে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন বর্তমানে সন্ত্রাসবাদ বিশ্বের সব দেশের সমস্যা আর এর শিকড় গাঁথা এবং বিকশিত হয়েছে পাকিস্তানেই

১১ সেপ্টেম্বর শিকাগোতে ধর্ম সম্মেলনে তাঁর ঐতিহাসিক বক্তৃতাটি রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। আর সেই দিনেই ২০০১ সালে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এই বিষয়ের উল্লেখ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন বর্তমানে সন্ত্রাসবাদ বিশ্বের সব দেশের সমস্যা। তবে তার শিকড় গাঁথা এবং জল আলো পেয়ে বেড়ে উঠছে পাকিস্তানেই। ৯/১১-এর দিনেও পাকিস্তানকে আক্রমণ করার সুযোগ ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।     

এদিন উত্তরপ্রদেশের মতুরায় 'স্বচ্ছতাই সেবা' প্রকল্পের উদ্বোধন করতে এসে মোদী বলেন, বর্তমানে সন্ত্রাসবাদ একটি মতাদর্শে পরিণত হয়েছে। কোনো নির্দিষ্ট দেশের গণ্ডিতে আটকে নেই সেই মতাদর্শ। তবে ভারতের প্রতিবেশী দেশেই এর শিকড় সবচেয়ে গভীরে রয়েছে। সেখানেই এই মতাদর্শ বেড়ে উঠেছে।

তিনি আরো জানান, ভারত অতীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে, ভবিষ্যতেও নেবে। সেই সঙ্গে গোটা বিশ্বকেও এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং যেইসব দেশ সন্ত্রাসবাদীদের আশ্রয় ও প্রশিক্ষণ দিচ্ছে তাদের বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান করেছেন তিনি।   

PREV
click me!

Recommended Stories

Vande Mataram: জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
প্রধানমন্ত্রী মোদীর প্রথম জর্ডান সফর 'ঐতিহাসিক', বললেন ভারতীয় দূত