ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর! রাতের অন্ধকারে হামলা চালাল সন্ত্রাসীরা, ভয়াবহ জখম ২ জওয়ান

Published : Jun 12, 2024, 08:37 AM ISTUpdated : Jun 12, 2024, 08:50 AM IST
terrorist attack

সংক্ষিপ্ত

ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর! রাতের অন্ধকারে হামলা করল সন্ত্রাসীরা

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর! জঙ্গিদের গুলির আওয়াজে কেঁপে উঠল উপত্যকা। গত রাতে জম্মু ও কাশ্মীরে ডোডায় একটি সোনা ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এখনও পর্যন্ত কোনও জওয়ানের জখম হওয়ার খবর মেলেনি।

হামলা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, “ ডোডার ছত্তরগলা এলাকায় সেনা ও পুলিশের যৌথ চেকপয়েন্টে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। জঙ্গিদের সঙ্গে সেখানে গুলির লড়াই চলছে।”

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সন্ত্রীসেদের গুলিতে ইতিমধ্যেই এক ব্যক্তি নিহত ও ২ জন মারাত্মক ভাবে আহত হয়েছেন। এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ডোডায় এই হামলা চালান হয়েছে। তিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় মৃত্যু হয় ৯ জন তীর্থযাত্রীর। এদিকে কাঠুরিয়া এখনও জঙ্গি দমন চলছে বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

লক্ষ্য বাংলা জয়, কাল প্রথম বৈঠকেই বড় বার্তা দিতে পারেন বিজেপি সভাপতি নিতিন নবীন
প্রজাতন্ত্র দিবসে প্রথমবার আসছে ভারতের হাইপারসনিক মিসাইল, জানুন এটি ঠিক কতটা শত্তিশালী