ফের কুলগামে সন্ত্রাসবাদি হামলা হল। শুক্রবার ভোরে দুটি গাড়ি জ্বালিয়ে দিল সন্ত্রাসবাদীরা। তারমধ্যে একটি স্থানীয় বিজেপি নেতার। বাড়ি না থাকায় বেঁচে গেলেন বিজেপি নেতা।
ফের কুলগামে সন্ত্রাসবাদি হানা। শুক্রবার ভোরে দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসবাদীরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিল, যার মধ্যে একটি স্থানীয় বিজেপি নেতার ভ্যানও রয়েছে।
শুক্রবার ভোর তিনটে নাগাদ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আদিল আহমদ গণাই নামে এক স্থানীয় বিজেপি নেতার বাড়ির সামনে তাঁর গাড়ি রাখা ছিল। সেটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। নাহলে তাঁকেও নিশানা করা হতে পারত বলে সন্দেহ করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। মঙ্গলবার রাতে এই কুলগামেই সন্ত্রাসবাদীরা ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে আসা পাঁচ শ্রমিককে। তারপর থেকে উপত্যকায় সাধারণ জনজীবন ব্যাহত হয়েছে। ওই দিনই কাশ্মীর সফরে এসেছিলেন ইউরোপিয় প্রতিনিধিরা। ওইদিন উপত্যকার বিভিন্ন স্থানে সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল জঙ্গিরা।