মণিপুরে অশান্তি! তিন জেলায় জারি করা হয়েছে কারফিউ, বিক্ষোভে উত্তাল রাজ্য

Published : Sep 11, 2024, 01:44 PM IST
Curfew

সংক্ষিপ্ত

মণিপুরে অশান্তি! তিন জেলায় জারি করা হয়েছে কারফিউ, বিক্ষোভে উত্তাল রাজ্য

রাজ্যে চলমান সংঘাতের মধ্যে মঙ্গলবার মণিপুরের তিনটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। মণিপুরে সংঘাত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, সাম্প্রতিক সহিংসতা ও বিক্ষোভের ঘটনা অশান্তি আরও বাড়িয়ে দিয়েছে।হিংসা বৃদ্ধির কারণে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে।

ইম্ফল পূর্ব ও পশ্চিম ইম্ফলের জেলাশাসকরা মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করার কথা ঘোষণা করেছিলেন। তবে জেলাগুলিতে "আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির" কারণে, মঙ্গলবার সকাল ১১টা থেকে শিথিলকরণের আদেশ বাতিল করা হয়েছে এবং উভয় জেলায় কারফিউ পুনরায় জারি করা হয়েছে বলে জেলাশাসকরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

তবে গণমাধ্যম, বিদ্যুৎ, আদালত ও স্বাস্থ্যসহ অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো কারফিউয়ের আওতামুক্ত থাকবে। রাজ্যটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাসহ নতুন করে মোট আটজন নিহত ও ১২ জনেরও বেশি আহত হয়েছে।

সোমবার ইম্ফলের খোয়াইরামবন্দ মহিলা বাজারে শিবির স্থাপন করে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ইউনিফর্ম পরা ওই পড়ুয়াদের বাজারে শিবির স্থাপনে সাহায্য করেন মহিলা দোকানদাররা।

সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এবং রাজ্যের "আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতা" রক্ষার আহ্বান জানিয়ে হাজার হাজার শিক্ষার্থী সোমবার মণিপুর সচিবালয় এবং রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

গত বছরের মে মাস থেকে ইম্ফল উপত্যকার মেইতেই এবং সংলগ্ন পাহাড়ভিত্তিক কুকি-জো গোষ্ঠীর মধ্যে জাতিগত হিংসায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের