ইতিহাসে গড়ল নৌসেনা, প্রথম মহিলা হিসেবে যোগ দিচ্ছেন লেফট্যানেন্ট শিবাঙ্গী

  • ইতিহাস তৈরি করতে চলেছে বিহারের মুজাফফরপুরের মেয়ে শিবাঙ্গী
  • ভারতীয় নৌবাহিনীর প্রথম পাইলট হিসেবে ২  ডিসেম্বর জয়েন করতে চলেছেন
  • কোচিতে তাঁর প্রথম পোস্টিং
  •  এর দুই দিন পর অর্থাৎ ৪ ডিসেম্বর নৌদিবস

Tamalika Chakraborty | Published : Nov 22, 2019 1:12 PM IST / Updated: Nov 22 2019, 06:43 PM IST

ইতিহাস তৈরি করতে চলেছে বিহারের মুজাফফরপুরের মেয়ে শিবাঙ্গী।  ভারতীয় নৌবাহিনীর প্রথম পাইলট হিসেবে ২  ডিসেম্বর জয়েন করতে চলেছেন। কোচিতে তাঁর প্রথম পোস্টিং। এর দুই দিন পর অর্থাৎ ৪ ডিসেম্বর নৌদিবস। 

জানা গিয়েছে, শিবাঙ্গী কোচিতে তাঁর প্রশিক্ষণ শেষ করে নৌ অভিযানে যোগ দেবেন। তিনি বিহারের মুজাফফরপুরের বাসিন্দা। তিনি মুজাফফপুরের পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন বলে জানা গিয়েছে। শিবাঙ্গী ইজিমার ভারতীয় নৌ একাডেমিতে ২৭ এনওসি কোর্সের অংশ হিসেবে এসএসসি পাইলট হিসেবে ভারতীয় নৌবাহিনীতে যোগ দিতে চলেছেন।

ভারতীয় নৌবাহিনীর বিমান চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন তিনি।  শিবাঙ্গী প্রথম মহিলা যিনি ভারতীয় নৌবাহিনীর বিমানের ককপিটে বসার সুযোগ পাবেন।  ২ ডিসেম্বর শিবাঙ্গী নৌবাহিনীর বিমান চালনার অনুমোদন পাবেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি সাউথার্ন  নোভাল কমান্ডে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা গিয়েছে।  ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,  আমরা গর্বিত যে দেশের কাজে ভারতীয় নৌবাহিনীতে কোনও একজন মহিলাকে নেওয়া হচ্ছে। অবশেষে ভারতীয় নৌবাহিনী তাদের সমস্ত নিষেধাজ্ঞা বন্ধ করে দিচ্ছে। 

Share this article
click me!