যুবকের সিবিল স্কোর দেখার পর পাকা কথা দিতে এসে বিয়ে ভাঙল পাত্রীপক্ষ! হইচই নেটদুনিয়ায়

Published : Feb 09, 2025, 05:18 PM IST
Uttarakhand-Uniform-Civil-Code-Act-2024-marriage-ceremonies

সংক্ষিপ্ত

একটা বিয়ে মানে হাজার কথা, দেখাশোনা, খোঁজখবর নেওয়া , তারপরই ঠিক হয় বিয়ের পাকা কথা । সাঘারণত এমনটাই দেখা যায়। তবে বিয়ের পাকা কথা বলতে এসে এক অদ্ভুত যুক্তিতে পাত্রীপক্ষের তরফে বিয়ের সম্বন্ধ ভেঙে দেওয়ার এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

পাত্র পক্ষ ও পাত্রী পক্ষের বাড়ির সদস্যরা মিলিত হয়েছিলেন বিয়ের পাকা কথা বলার জন্য। হঠাৎই এক কাণ্ড ঘটায় পরিস্থিতি বদলে যায়। নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। এক অদ্ভুত যুক্তি খাঁড়া করে মেয়ে পক্ষ দিল বিয়ে ভেঙে। আর এই ঘটনা সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা।

বিয়ে মানে একজন নারী ও পুরুষ একসঙ্গে থাকা নয়, বরং দুটো পরিবারের মধ্যে আত্মীয়তা স্থাপন হয়। নানা মত, মানসিকতারও বদল ঘটে বিয়ের মাধ্যমে। একটা বিয়ে মানে হাজার কথা, দেখাশোনা, খোঁজখবর নেওয়া , তারপরই ঠিক হয় বিয়ের পাকা কথা । সাঘারণত এমনটাই দেখা যায়। তবে বিয়ের পাকা কথা বলতে এসে এক অদ্ভুত যুক্তিতে পাত্রীপক্ষের তরফে বিয়ের সম্বন্ধ ভেঙে দেওয়ার এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে , যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার সিবিল স্কোর খারাপ থাকার কারণে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

এই অদ্ভুত ঘটনা সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় বিপুল শোরগোল শুরু হয়েছে । সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পাত্র পক্ষের লোকজন এবং পাত্রীপক্ষের লোকজন মিটিং-এ বসেছিলেন বিয়ের পাকা কথা বলার জন্য। জানা যায়, পাত্রীর এক কাকা সেই মিটিং চলাকালীন বলেন পাত্রের সিবিল স্কোর যাচাই করে নেওয়ার জন্য । আর তাতেই বিপত্তি শুরু হয়ে যায়।

পরামর্শ মেনে দেখা হয় পাত্রের সিবিল স্কোর । আর তা দেখার পর মোটেও খুশি হননি পাত্রীর কাকা । তাদের দাবি, যার সঙ্গে বিয়ে ঠিক হচ্ছিল তার নামে বিভিন্ন ব্যাঙ্ক থেকে অনেক ঋণ নেওয়া আছে। আর তাই তার খুবই কম রয়েছে সিবিল স্কোর । যদিও পরিসংখ্যান বলে কম সিবিল স্কোর থাকা নির্দেশ করে খারাপ ক্রেডিট হিস্ট্রি।  সিবিল স্কোর থেকে পাত্রের আর্থিক অবস্থা বুঝে এই বিয়ে বাতিল করার জন্য জোর দেন মেয়েটির কাকা। তার দবি, ছেলেটির যা আর্থিক পরিস্থিতি তাতে মেয়ের সঙ্গে বিয়ে হলে তা সুখের হবে না । আর্থিক নিরাপত্তা না থাকলে সেই সংসারে শান্তি আসেনা বলে বলেই মেয়ে পক্ষ বিয়ে বাতিলের পক্ষে জোর দেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল
৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না