হাত থেকে ফোন ছিনিয়ে পালাল বাঁদর, যে কায়দায় যুবতী ফোন ফিরে পেল তা দেখলে অবাক হবেন

Published : Feb 11, 2025, 12:28 PM IST
Monkeys attack

সংক্ষিপ্ত

বিষয়টি দেখে মুহূর্তে ওই এলাকায় ভিড় হয়ে যায় । সকলে মিলে বাঁদরের হাত থেকে ফোন ফিরিয়ে আনার জন্য কত কৌশল নিলেন, কোনটাই কাজে এল না। বাঁদরও নাছোড়বান্দা, কিছুতেই সেও ফোন ফেরত দেবে না। এরপরই এক ব্যক্তি যা করলেন তা এবার কাজে এল।

এক বাঁদরের বাদরামিতে নাজেহাল অবস্থা হল এক যুবতীর । জানা যায়, হাতে ফোন নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন যুবতী। একটি অন্যমনস্ক হতেই হঠার করে ঝাঁপিয়ে পড়ে হাত থেকে মোবাইল ফোল তুলে নিয়ে পাশের একটি দোকানের ছাদে উঠে পড়ল একটি বাঁদর। এই অবস্থায় কি করবেন বুঝে উঠতে পারলেন না যুবতী। সাহায্য চাইলেন আশপাশের লোকেদের। বিষয়টি দেখে মুহূর্তে ওই এলাকায় ভিড় হয়ে যায় । সকলে মিলে বাঁদরের হাত থেকে ফোন ফিরিয়ে আনার জন্য কত কৌশল নিলেন, কোনটাই কাজে এল না। বাঁদরও নাছোড়বান্দা, কিছুতেই সেও ফোন ফেরত দেবে না। এরপরই এক ব্যক্তি যা করলেন তা এবার কাজে এল। খাওয়ার লোভ দেখানো হল। নীচ থেকে একজন একটি বিস্কুটোর প্যাকেট উপরে ছুঁড়ে মারলেন, ব্যাস হয়ে গেল কাজ। বিস্কুটের প্যাকেট পাওয়ার আনন্দে হাতের মোবাইলের প্রতি আর আর্কষণ রইল না বাঁদরের । সখের মোবাইল ফোনটি বাঁদরের হাত থেকে ফিরে পেলেন যুবতী। সোস্যাল মিডিয়ায় এমন দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে ( যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেখা গিয়েছে এই ভিডিয়ো । সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হাতে মোবাইল ফোন নিয়ে একটি দোকানের ছাদে উঠে বসেছে এক বাঁদর, হাতে তার মোবাইল ফোন। নীচে ভিড়ও জমিয়ে ফেলেছে স্থানীয় লোকজন। সকলেই বাঁদরের দিকে তাকিয়ে কখন সে ফেরত দেবে মোবাইল ফোনটি। যার মোবাইল নিয়েছে সেই যুবতীও তখন উৎসকন্ঠায়।

নীচে দাঁড়িয়ে বিস্কুটের প্যাকেট ওই বাঁদরটির দিকে ছুড়ে দেওয়া হল সেই প্যাকেটটি হাত বাড়িয়ে ধরতে পারল না বাঁদর। এবার এক ছাদ থেকে অন্য দোকানের ছাদে গিয়ে বসল। বাঁদরকে অনুসরণ করে সকলেই সেই দোকানের সামনে চলে এলেন। এখানেও দুবার বাঁদরটির দিকে বিস্কুটের প্যাকেট ছো়ড়া হল । শেষবার বিস্কুটের প্যাকেট ধরে ফেলল বাঁদরটি। প্যাকেটটি ধরে ভাল করে দেখে নিয়ে রাস্তায় ফোনটি ফেলে দিল বাঁদর। ঘটনাস্থ কোথায় তা জানা সম্ভব হয়নি ওই ভিডিও থেকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!