
The Resistance Front Pahalgam terror attack: মঙ্গলবার পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার দায়স্বীকার করল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (The Resistance Front)। এই জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) শাখা সংগঠন। হাফিজ সইদের (Hafiz Saeed) প্রত্যক্ষ মদতেই পরিচালিত হয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার দায়স্বীকার করে জম্মু ও কাশ্মীরে অ-স্থানীয় ব্যক্তিদের স্থানীভাবে বসবাসের অনুমতি দেওয়া নিয়ে আপত্তির কথা উল্লেখ করেছে এই জঙ্গি সংগঠন। এক বিবৃতিতে এই জঙ্গি সংগঠন বলেছে, '৮৫,০০০-এরও বেশি অ-স্থানীয় ব্যক্তিকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে জনবিন্যাস বদলে দেওয়ার পথ তৈরি করে দেওয়া হচ্ছে। এই অ-স্থানীয় ব্যক্তিরা পর্যটক সেজে আসছে। তারপর স্থায়ীভাবে বসবাসের অনুমতি জোগাড় করছে। তারপর এমন ভাব করছে যেন তারাই এই জমির মালিক। যারা বেআইনিভাবে বসতি গড়ে তোলার চেষ্টা করবে, তাদের উপর হামলা চালানো হবে।'
নতুন জঙ্গি সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট
জম্মু ও কাশ্মীরে যে জঙ্গি সংগঠনগুলি সক্রিয়, সেগুলির মধ্যে অপেক্ষাকৃত নতুন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ২০১৯ সালের অগাস্টে সংবিধানের ৩৭০ ধারা রদ হওয়ার পর এই জঙ্গি সংগঠন তৈরি হয়। কাশ্মীরে লস্কর-ই-তইবার স্থানীয় শাখা হিসেবেই এই জঙ্গি সংগঠন গড়ে তোলা হয়। এই জঙ্গি সংগঠন দ্রুত শাখা বিস্তার করেছে। প্রথম ৬ মাসের মধ্যেই বড় দল গড়ে ফেলে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এরপর কাশ্মীরের অন্যতম ভয়াবহ জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে এই গোষ্ঠী। ২০২৩ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে ইউএপিএ আইনের আওতায় জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জঙ্গি সংগঠন বহু তরুণ ও যুবককে নাশকতার সঙ্গে জড়ানোর চেষ্টা করছে এবং ভারত রাষ্ট্রের বিরুদ্ধে হিংসায় উস্কানি দিচ্ছে বলে জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। এই জঙ্গি সংগঠনই মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলা চালাল।
আইএসআই মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে শাখা বিস্তার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। লস্কর-ই-তইবার উপর থেকে আন্তর্জাতিক মহলের নজর সরাতেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট গড়ে তোলা হয়েছে। এই জঙ্গি সংগঠন কাশ্মীরি পণ্ডিত, শিখ, হিন্দুদের উপর হামলা চালাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।