মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে টানাপোড়েন চলছে। বর্তমানে সুপ্রিম কোর্টে বকেয়া DA সংক্রান্ত মামলা চলছে। গত ১৮ মার্চ শীর্ষ আদালতে এই মামলার শেষ শুনানি হয়েছিল।
গত ১৯ মে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। আগামী ৭ জুলাই ফের আদালত খুলবে। এরপর ১৫ জুলাই বকেয়া DA মামলার শুনানি হওয়ার কথা আছে। ওইদিনই ডিএ মামলা তালিকাভুক্ত করা রয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চে শুনানি হওয়ার কথা। শুনানি দিন দশেক আগেই DA মামলা নিয়ে সামনে এল বড় আপডেট।
মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে টানাপোড়েন চলছে। বর্তমানে সুপ্রিম কোর্টে বকেয়া DA সংক্রান্ত মামলা চলছে। গত ১৮ মার্চ শীর্ষ আদালতে এই মামলার শেষ শুনানি হয়েছিল। এরপর থেকে একাধিকবার শুনানি পিছিয়েছে। এদিকে বিগত প্রায় দু’মাস ধরে অপেক্ষায় বসে আছেন বাংলার অগুনতি সরকারি কর্মী।
উল্লেখ্য, শীর্ষ আদালতে বর্তমানে পঞ্চম বেতন কমিশন সম্বন্ধিত DA মামলা চলছে। বিগত প্রায় ৮ বছর ধরে এই টানাপোড়েন চলছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাই কোর্ট হয়ে এই মামলা সুপ্রিম কোর্ট অবধি এসেছে। আপাতত শীর্ষ আদালতের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের অগুনতি সরকারি কর্মচারী।
এদিকে ইতিমধ্যেই DA আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সুপ্রিম কোর্টে DA মামলার জন্য জোরকদমে আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে’। যদিও কোন বিখ্যাত আইনজীবীর হাতে এই মামলা লড়ার দায়িত্ব তুলে দেওয়া হবে সেটা এখনও জানাননি ভাস্কর।
রিপোর্ট অনুসারে, আগামী ১৫ জুলাইয়ের মামলার অ্যাডভান্সড লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বকেয়া পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA সম্বন্ধিত স্পেশ্যাল লিভ পিটিশন। ওই লিস্টের ১৭৪তম মামলা এটি। এমতাবস্থায় বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রর বেঞ্চে কত নম্বর সিরিয়ালে এই মামলা নথিভুক্ত করা হয় তার ওপর শুনানির সম্ভাবনা নির্ভর করছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।