চুরি করতে এসে উল্টে টাকা রেখে গেল চোর! সিসিটিভি ফুটেজ দেখলে তাজ্জব হবেন

Published : Jul 27, 2024, 09:36 AM IST
Thief

সংক্ষিপ্ত

চুরি করতে এসে উল্টে টাকা রেখে গেল চোর! সিসিটিভি ফুটেজ দেখলে তাজ্জব হবেন

চুরি করতে এসে টেবিলে ২০ টাকা রেখে গেল চোর! চাঞ্চল্যকর ঘটনা তেলেঙ্গানার রাঙ্গারেড্ডিতে।

রাতে একটি বাড়িতে চুরি করতে আসে চোর। কিন্তু হাজার খোঁজাখুঁজি করেও কোনও টাকা মিলল না। শুধু তাই নয় চুরি করার মতো কোনও জিনিস পাওয়া যায়নি বাড়িতে। এরপর তুমুল হতাশ হয়ে যায় চোর।

ফের তন্ন তন্ন করে খোঁজে বাড়ি। কিন্তু আবারও ব্যর্থ হয়ে যায়। এরপর ফ্রিজ থেকে একটি বোতল বের করে নেয়। এবং সেই বোতল বের করার পর নিজের ব্যাগ থেকে ২০ টাকা বের করে টেবিলের উপরে রেখে চলে যায়।

পুরো ঘটনাটি ধরে পড়েছে সিসিটিভি ফুটেজে। কিন্তু চোরের চোখ মুখ ঢাকা থাকায় তাঁর পরিচয় জানা যায়নি। তবে এই ঘটনা জানাজানি হতেই অবাক হয়েছেন পুলিশ ও স্থানীয় মানুষরা।

 

 

তবে এই ঘটনায় স্বভাবতই স্থানীয় মানুষ ও পুলিশ বিস্মিত হয়েছে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে কৌতূহলের শেষ নেই যে কে এই চোর। কিছু নেটিজেন দাবি করেছে, চোর এতটাই হতাশ হয়ে পড়েছে যে সে হয়তো আগামী দিনে চুরি করাই বন্ধ করে দেবে। আবার কিছু নেটিজেন দাবি করেছে, এই রকম চোরদের নোবেল পুরস্কার দেওয়া উচিত।

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo