পাসপোর্ট-ভিসা ছাড়াই বিনা বাধায় মেঘালয়ে অনুপ্রবেশ! ভাইরাল বাংলাদেশের ইউটিউবারের ভিডিও

Published : Jul 26, 2024, 03:58 PM ISTUpdated : Jul 27, 2024, 04:57 PM IST
India Bangladesh Border

সংক্ষিপ্ত

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ নতুন নয়। সংসদেও অনুপ্রবেশ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু অনুপ্রবেশ কোনওভাবেই বন্ধ হচ্ছে না। সীমান্ত পেরিয়ে অনেকেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করছেন।

পাসপোর্ট, ভিসা নেই। কিন্তু সিলেট থেকে গোপন পথে মেঘালয়ে প্রবেশ করছেন বাংলাদেশীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশের এক ইউটিউবারের ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এই ইউটিউবার এক সুড়ঙ্গের মধ্যে দিয়ে মেঘালয়ে প্রবেশ করছেন। সীমান্তে কাঁটাতারের বেড়া আছে। ভারত-বাংলাদেশ সীমান্ত নির্দিষ্ট করা আছে। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর প্রহরা নেই। ফলে সহজেই বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে পারছেন যে কোনও ব্যক্তি। মেঘালয়ে অনুপ্রবেশের পর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এই ইউটিউবার ও তাঁর সঙ্গীরা। সোশ্যাল মিডিয়া এই ভিডিও ছড়িয়ে পড়ায় অনেকেই সীমান্তে নজরদারি ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এভাবে যে কেউ বিনা বাধায় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে পারলে সাধারণ মানুষের পাশাপাশি জঙ্গিরাও অনুপ্রবেশ করতে পারে বলে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

মেঘালয় সীমান্তে নজরদারি নেই!

বাংলাদেশের ইউটিউবার ও সঙ্গীরা গ্রামের পথ দিয়ে নিকাশি পাইপ গলে যেভাবে মেঘালয়ে প্রবেশ করলেন, তা সীমান্তে নজরদারির বেহাল দশা প্রকট করে দিয়েছে। তাঁদের বলতে শোনা যাচ্ছে, সীমান্তে চোরাচালান হয়। ভারত থেকে নানা জিনিস বাংলাদেশে যায়। মেঘালয়ে ডাউকি নদী ভারত ও বাংলাদেশে বইছে। সেই নদীর পাড়ে নিরাপত্তার খুব একটা কড়াকড়ি নেই। বৈধভাবে ভারত-বাংলাদেশে যাতায়াতের নির্দিষ্ট জায়গা আছে। সেখানে সবসময় পাহারা থাকে। কিন্তু মেঘালয়ের গ্রামগুলির মধ্যে দিয়ে ভারত-বাংলাদেশে যাতায়াতের যে পথ, সেখানে কোনও পাহারা নেই। এরই সুযোগ নিয়ে অনেকে বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন।

 

 

পশ্চিমবঙ্গেও নানা জায়গা দিয়ে চলছে অনুপ্রবেশ

পশ্চিমবঙ্গের হিলি, দিনহাটা, মালদা, কালিয়াচক, মুর্শিদাবাদ, সন্দেশখালি, বকখালি, গঙ্গাসাগর, সুন্দরবনের মধ্যে দিয়েও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ চলছে বলে অভিযোগ। সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশী অনুপ্রবেশকারী রুখতে মালদা- মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলের প্রস্তাব বিজেপির নিশিকান্ত দুবের

Bangladeshi Arrest:প্রয়োজনে মাদ্রাসা বন্ধ হোক, বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারিতে তোপ অগ্নিমিত্রার

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি