প্রকাশিত নিট ইউজি-র সংশোধিত ফল, প্রথম স্থানে বাংলার পড়ুয়া-সহ ১৭ জন

এবারের নিট ইউজি নিয়ে কম বিতর্ক হয়নি। সুপ্রিম কোর্ট পর্যন্ত এই পরীক্ষার ফল সংক্রান্ত মামলা পৌঁছে যায়। শেষপর্যন্ত শুক্রবার সংশোধিত ফল প্রকাশ করা হল।

দেশজুড়ে বিতর্ক, সমালোচনা, মামলার পর শেষপর্যন্ত শুক্রবার নিট ইউজি ২০২৪-এর সংশোধিত ফল প্রকাশ করা হল। প্রথমবার যে ফল নিয়ে এত বিতর্ক, সেবার প্রথম স্থানে ছিলেন মোট ৬১ জন। এবার সংশোধিত ফলে দেখা যাচ্ছে প্রথম স্থানে আছেন ১৭ জন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের এক পরীক্ষার্থীও আছেন। বাংলার এই পড়ুয়ার নাম অর্ঘ্যদীপ দত্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৭২০। এছাড়া আরও ১৬ জন পরীক্ষার্থী ৭২০ নম্বর পেয়েছেন। তাঁদের মধ্যে রাজস্থানের ৪ জন, মহারাষ্ট্রের ৩ জন, দিল্লি ও উত্তরপ্রদেশের ২ জন করে পরীক্ষার্থী এবং বিহার, কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু ও চণ্ডীগড়ের একজন করে পরীক্ষার্থী আছেন।

কয়েকদিনের মধ্যেই কাউন্সেলিং

Latest Videos

নিট ইউজি ২০২৪ পরীক্ষার্থীরা সংশোধিত ফল প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শুক্রবার সেই অপেক্ষার অবসান হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in-এ তে গিয়ে ফল দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইট থেকেই সংশোধিত স্কোরকার্ড ডাউনলোডও করা যাচ্ছে। নিট ইউজি ২০২৪-এর সংশোধিত ফল জানার জন্য এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার, জন্মতারিখ, ইমেইল আইডি বা বিকল্প মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। কাউন্সেলিংয়ের জন্য নিট ইউজি ২০২৪-এর স্কোরকার্ড ডাউনলোড করতে হবে। কয়েকদিনের মধ্যেই নিট কাউন্সেলিংয়ের তারিখ জানানো হবে বলে আশা করা হচ্ছে।

প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্ক অব্যাহত

নিট ইউজি ২০২৪-এর প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে বিতর্ক এখনও চলছে। সংসদেও এই বিতর্কের রেশ পৌঁছে গিয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতারা কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছে। পাল্টা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিট ইউজি ২০২৪-এ যে অনিয়মের অভিযোগ করছে বিরোধীরা, সেরকম কিছু হয়নি। সুপ্রিম কোর্টও পরীক্ষা বাতিল করেনি। এরপরেই সংশোধিত ফল প্রকাশ করা হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মমতা বন্দ্যোপাধ্যায় 'দুর্নীতিগ্রস্থ'! রাজধানী পৌঁছেই নিট প্রসঙ্গে বলতে গিয়ে, মুখ্যমন্ত্রী-কে কেন টানলেন অভিজিৎ গাঙ্গুলী?

NEET Scam: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে এবার জ়ড়াল প্রধান শিক্ষকের নাম, হাজারিবাগ থেকে গ্রেফতার ২

নেট এবং নিট পরীক্ষায় বেনিয়ম রুখতে নয়া আইন, ধরা পড়লে ১০ বছরের জেল এবং ১ কোটি টাকা জরিমানা

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন