ট্রেনের তৎকাল টিকিট কাটার পদ্ধতি থেকে ATM চার্জ… ১ জুলাই থেকে বদল আসছে এই ১০ নিয়মে, জেনে নিন কী কী

Published : Jul 01, 2025, 11:38 AM IST

রেল ভাড়া, প্যান-আধার লিঙ্ক, এলপিজি সিলিন্ডারের দাম, ক্রেডিট বিল পেমেন্ট সহ নানা ক্ষেত্রে বদল আসছে ১ জুলাই থেকে। নতুন নিয়ম জানা জরুরি। জেনে নিন বিস্তারিত। 

PREV
110

রেল মন্ত্রক ১ জুলাই ২০২৫ থেকে মেইল বা এক্সপ্রেস ট্রেনে এস এবং নন এসি ক্লাসের ভাড়া বাড়ানোর প্রস্তুতি নিয়েছে। নন এসি-তে প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং সমস্ত এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়বে।

210

আজ থেকে তৎকাল টিকিট তারাই পাবেন যাদের আধারের সঙ্গে আইআরসিটিসি অ্যাকাউন্ট লিঙ্ক করা। আধার বেসড ওটিপি অথেন্টিকেশন থাকলেই মিলবে সুবিধা।

310

এলপিজি সিলিন্ডারের দামে আসবে পরিবর্তন। ১ জুন থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। এবার ফের দামের পরিবর্তন আসবে বলে শোনা যাচ্ছে।

410

প্যান কার্ডের নিয়ম পরিবর্তন হচ্ছে ১ জুলাই থেকে। প্যান ও আধার কার্ড উভয়ে লিঙ্ক করা আবশ্যক। ১ জুলাই থেকে নতুন প্যাক কার্ডের জন্য আবেদন করার সময় আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

510

আজ থেকে ক্রেডিট বিল পেমেন্টের জন্য এল নতুন নিয়ম। ক্রেডিট কার্ড বিল পেমেন্ট এখন ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে হবে।

610

এটিএম চার্জে আসছে বদল। ১ জুলাই থেকে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে ৩ বারের বেশি টাকা তোলার জন্য প্রতি আর্থিক লেনদেনে ২৩ টাকা এবং নন ফাইনান্সিয়াল লেনদেনে ৮.৫ টাকা চার্জ ধার্য করা হবে।

710

ওয়ালেট ট্রান্সফার ফি-তেও এল বদল। পেটিএম-র মতো থার্ড রার্টি ওয়ালেটে ১০ হাজার টাকার হেশি ট্রান্সফার করলে ১ শতাংশ ফি চার্জ দিতে হবে।

810

জিএসটি রিটার্ন দাখিলে বিলম্ব বা ভুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবার থেকে। এই নিয়ম ধার্য হবে ১ জুলাই থেকে।

910

১ জুলাই থেকে পুরনো যানবাহনে আসছে পরিবর্তন। আজ ১০ বছরের পুরনো ডিজেল গাড়ি ও ১৫ বছরের বেশি পুরনো পেট্রোল গাড়ি জ্বালানি পাবে না।

1010

HDFC ব্যাঙ্ক অনলাইন গেমিং-র ওপর চার্জ ধার্য করা হবে। প্রতি মাসে ১০ হাজার টাকার বেশি খরচ করলে ১ শতাংশ চার্জ কাটা হবে।

Read more Photos on
click me!

Recommended Stories