১ জুলাই থেকেই বাড়ছে ট্রেনের ভাড়া, জানুন কোন ট্রেনের ভাড়া কতটা পরিমাণে বাড়ল

Published : Jun 30, 2025, 09:51 PM ISTUpdated : Jun 30, 2025, 09:53 PM IST

Train fare: দীর্ঘ দিন পরে ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন ভাড়া। 

PREV
110

দীর্ঘ দিন পরে ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন ভাড়া

210

নতুন ভাড়া কার্যকর হচ্ছে ১ জুলাই, অর্থাৎ আগামিকাল থেকেই।

410

রেলের এক কর্তর কথায় আগামিকাল থেকেই ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। কোনও কোনও ভেত্রে ট্রেনে ৩০০ টাকার ওরর ভাড়া বৃদ্ধি করা হবে। ভাড়া বৃদ্ধির পরিমাণ কিলোমিটারের ওপর নির্ভর করছে।

510

দূরপাল্লার মেল ও এক্সপ্রেস - দুই ধরনের ট্রেনের ভাড়াই বা়ড়ছে। এসি, নন-এসি- দুই শ্রেণির সংরক্ষিত টিকিটের দাম মঙ্গলবার থেকেই কার্যকর হবে।

610

রেল সূত্রের খবর দূরপাল্লার ট্রেনের নন-এসি দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত টিকিটের দাম কিলোমিটার প্রতি আধ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ৫০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া বৃদ্ধিতে ছাড় দেওয়া হয়েছে।

710

স্লিপার ও প্রথম শ্রেণির অংসরক্ষিত টিকিটের ক্ষেত্রে কিলোমিটার প্রতি আধ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হবে।

810

নন-এসি সংরক্ষিত কামরায় কিলোমিটার প্রতি ১ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হবে।

910

নিত্যযাত্রীদের মান্থলি টিকিটের ভাড়া বৃদ্ধি করা হবে না। এক্ষেত্রো কোনও পরিবর্তন করা হচ্ছে ন।

1010

পয়লা জুলাই থেকেই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও বদল আনছে রেল। বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড।

Read more Photos on
click me!

Recommended Stories