দেশের আর্থিক অবস্থা ইতিমধ্যেই শোচনীয়। এই টানাপোড়েনের মধ্যে আজ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বাজেট পেশ করতে চলেছেন তিনি। চলতি বছরের বাজেটে বিশেষ ভাবে উপকৃত হতে পারেন সরকারী কর্মচারীরা।
আরও পড়ুন-বাজেটে সোনার গয়নায় আমদানি শুল্ক কমার সম্ভাবনা, লাভের আশায় শহরের ব্য়বসায়ীরা...
সূত্র থেকে জানা গেছে, সরকারী কর্মচারীদের জন্য বড়সড় ঘোষণা হতে পারে এই বাজেটে। নুন্যতম বেতন বৃদ্ধি থেকে ডিএ ঘোষণা হতে পারে এই বাজেটে। জানা গেছে ৪ শতাংশ পর্যন্ত ডিএ ঘোষণা করা হতে পারে। আর তা যদি হয় তাহলে ১৭ থেকে ২১ শতাংশে পৌঁছে যেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা।
আরও পড়ুন-জানুয়ারিতে কিছুটা বাড়ল জিএসটি আদায়, বাজেট পেশের আগে স্বস্তিতে নির্মলা...
প্রতিবছর দুবার করে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে সরকার। আর সেইমতো ২০২০ সালে প্রথম ডিএ ঘোষণা করতে চলেছে মোদী সরকার। এর ফলে ১ কোটিরও বেশি মানুষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। গত বছরও দীপাবলির উপহার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল । যার ফলে ১২ শতাংশ থেকে মহার্ঘ ভাতা বেড়ে ১৭ শতাংশ হয়েছিল। এবারের বাজেটে ৪ শতাংশ বাড়লেও ২১ শতাংশ বেড়ে দাঁড়াবে ডিএ।