'আরজি কর জানিস তো? ওরকম করে দেব'-স্কুলছাত্রীদের হুমকি দিতেই চড়-লাথি-ঘুষি! বেধড়ক মার খেল অটো চালক, দেখুন ভিডিও

Published : Aug 25, 2024, 07:34 AM IST
Nagpur auto rikshaw

সংক্ষিপ্ত

‘আর জি করে কী হয়েছে জানো তো? তোমাদের সঙ্গেও ওরকম করে দেব।’ সঙ্গে সঙ্গে ছাত্রী দুজন অটো থামাতে বলে। গাড়ি থামালে চালককে টেনে নামিয়ে মারধর করে তারা।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে। গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে এক চিকিৎসকের রক্তাক্ত দেহ। ময়না তদন্তের রিপোর্ট স্পষ্ট করে বলা হয়েছে চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। আরজি কর ঘটনার প্রথম থেকেই গোটা দেশে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়।

সেই ঝড়ের রেশ পৌঁছে গেল মহারাষ্ট্রেও। মহারাষ্ট্রের নাগপুরে স্কুল ছাত্রীদের হুমকির ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অটোর পিছনে বসেছিল দুই ছাত্রী। তারা খুব জোরে জোরে কথা বলছিল। তাতেই আপত্তি করেছিলেন চালক। কান দেয়নি ছাত্রীরা। এর পরই অটো চালক তাদের হুমকি দেন বলে অভিযোগ। বলেন, ‘আর জি করে কী হয়েছে জানো তো? তোমাদের সঙ্গেও ওরকম করে দেব।’ সঙ্গে সঙ্গে ছাত্রী দুজন অটো থামাতে বলে। গাড়ি থামালে চালককে টেনে নামিয়ে মারধর করে তারা।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি জানাজানি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তারা। তবে চালক মদ্যপ ছিলেন বলে খবর স্থানীয় সূত্রে।
 

 

কলকাতার তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের নৃশংস ঘটনার উদাহরণ টেনে মহারাষ্ট্রের দুই স্কুল ছাত্রীকে এরকম হুমকি দেওয়ার ঘটনা নজর কেড়েছে নেটিজেনদের। দুই ছাত্রীর অদম্য সাহসকেও কুর্ণিশ করছেন তাঁরা। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন
জেনে নিন আজ শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত