ইউনিফায়েড পেনশন স্কিম নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শনিবার এই প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই নতুন পেনশন প্রকল্পের মাধ্যমে প্রায় ২৩ লক্ষ সরকারি কর্মী লাভবান হবেন। এই প্রকল্প অনুযায়ী, অন্তত ১০ বছর চাকরি করার পর কোনও ব্যক্তি চাকরি ছেড়ে দিলে প্রতি মাসে অন্তত ১০ হাজার টাকা করে পেনশন পাবেন। অন্তত ২৫ বছর চাকরি করলে সংশ্লিষ্ট কর্মী তাঁর কর্মজীবনের শেষ ১২ মাস যে বেতন পাবেন, তার ৫০ শতাংশ প্রতি মাসে বেতন হিসেবে পাবেন। কোনও পেনশনভোগীর মৃত্যু হলে, তিনি পেনশন হিসেবে যত টাকা পাচ্ছিলেন, তাঁর পরিবারকে সেই অর্থের ৬০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হবে। ২০২৫ সালের ১ এপ্রিল এই নতুন পেনশন প্রকল্প চালু হবে। সরকারি কর্মীরা যত বেশিদিন চাকরি করবেন, তাঁদের তত লাভ হবে।
সরকারি কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার বার্তা প্রধানমন্ত্রীর
শনিবার ইউক্রেন সফর সেরে দেশে ফিরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার বৈঠকে নতুন পেনশন স্কিম অনুমোদিত হওয়ার পর প্রধানমন্ত্রী 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘সব সরকারি কর্মীর কঠোর পরিশ্রমের জন্য আমরা গর্বিত। তাঁরা জাতীয় উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। ইউনিফায়েড পেনশন স্কিমের মাধ্যমে সরকারি কর্মীদের সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আমরা তাঁদের কল্যাণ ও সুরক্ষিত ভবিষ্যতের প্রতি দায়বদ্ধ।’
অবসর নেওয়া কর্মীরাও লাভবান হচ্ছেন
শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন জানিয়েছেন, ‘যে সরকারি কর্মীরা অবসর গ্রহণ করেছেন বা ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে অবসর গ্রহণ করতে চলেছেন, তাঁরা ইউনিফায়েড পেনশন স্কিমের সুবিধা পেতে চলেছেন।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
এক মাস চাকরি করলেই পাওয়া যাবে পেনশন! হঠাৎ চাকরি ছেড়ে দিলেও টাকা ঢুকবে মাসে মাসে
এই সরকারি কর্মচারীরা অবসরের পরে কোনও পেনশন পাবেন না, বড় ঘোষণা মোদী সরকারের
New Pension Rule: বদলে গেল পেনশন পাওয়ার নিয়ম, মহিলা সরকারি কর্মচারীদের জন্য ইতিবাচক পদক্ষেপ