খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। রাস্তার ধার থেকে ভিক্ষুক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল এক অটোচালক-সহ তিন যুবকের বিরুদ্ধে। ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় জোর করে তার গর্ভপাতও করানো হয়। ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে বলে খবর।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। জেলা শিশু সুরক্ষা বিভাগের এক কর্মীর কাছ থেকে খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ জানিয়েছে, ফরিদাবাদে রাস্তার ধারে ভিক্ষা করত ১৬ বছরের ওই কিশোরী। তার বাড়িতে রয়েছেন মদ্যপ বাবা এবং ছোট ভাই। ভিক্ষা করে যা আয় হত, তা দিয়েই তিনি জনের পেট চালাত কিশোরী। তার পরিচিত এক অটোচালক প্রায়ই তাে খাবার দিতেন। কিছুদিন আগে কিশোরী তার ভাইকে খুঁজে পাচ্ছিল না। অভিযোগ ভাইকে খুঁজে দেওয়া ও কিশোরীকে খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই চালক। কিশোরী অটোয় ওঠে বসলে তাকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে সেই চালক ও তার এক সঙ্গী মিলে তাকে ধর্ষণ করে। এরপর এক প্রতিবেশীও তারে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউ না জানানোর হুমকি দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে কিশোরীকে আবার জেনে নিয়ে যায়। শারীরিক পরীক্ষা করে জানে পারে সে অন্তঃসত্ত্বা। তারপর তাকে গর্ভপাত করানো হয়। শিশুর অবস্থা অবনতি হলে শিশু সুরক্ষা দফতরে খবর যায়। দফতরের কর্মী প্রদীপ কুমার তিন অভিযুক্তের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের বিরুদ্ধে কিশোরীর বয়ানও রেকর্ড করা হয়েছে। শুক্রবার তিনজনে গ্রেফতার করেছে পুলিশ।
তিন অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। যোগ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারাও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
এমন ঘটনা চমক পেয়েছে সকলে। খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটল। এমন ঘটনা ঘটল হরিয়ানার ফরিদাবাদে।