উত্তরপ্রদেশে ফের এনকাউন্টার! পিলভিটে পুলিশি অভিযানে খতম ৩ খলিস্তানি জঙ্গি, বড় সাফল্য

পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে পিলভিটে খতম হল ৩ খলিস্তানি জঙ্গি।

জানা যাচ্ছে, পাঞ্জাব পুলিশের ওয়ান্টেড লিস্টে থাকা এই তিন জঙ্গির নাম হল গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং ও যশপ্রীত। ঠিক কিছুদিন আগে পাঞ্জাবের গুরুদাসপুরে পুলিশ চৌকিতে গ্রেনেড হামলায় অভিযুক্ত ছিল এই তিনজন জঙ্গি।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ৩ জঙ্গির বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। আসলে তারা প্রত্যেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন খলিস্তান কমান্ডো ফোর্সের সদস্য। গত বুধবার, পাঞ্জাবের গুরুদাসপুরে একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায় তারা। সেই হামলার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছিল এই সংগঠন।

Latest Videos

এমনিতে, গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবের একাধিক পুলিশ ঘাঁটিতে হামলার ঘটনা সামনে আসে। তারপর থেকেই সেই ঘটনায় অভিযুক্ত এই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। তদন্তে জানা গেছে যে, অভিযুক্তরা উত্তরপ্রদেশে ঘাঁটি গেড়ে রয়েছে। সেইমতো উত্তরপ্রদেশ পুলিশকে সঙ্গে নিয়ে সোমবার, বিশেষ অভিযানে যায় পাঞ্জাব পুলিশ।

এরপর পিলভিটে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলাকালীন পুলিশকে দেখে গুলি চালায় জঙ্গিরা। যদিও পাল্টা গুলি চালায় পুলিশও। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় এই তিনজনের।

এই অভিযান প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি প্রশান্ত কুমার জানিয়েছেন, পাঞ্জাব পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে, এই তিন খলিস্তানি জঙ্গি পিলভিটে ঘাঁটি গেড়ে রয়েছে। সেইমতোই, এখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা।

ওদিকে পিলভিটের পুলিশ সুপার অবিনাশ পান্ডের নেতৃত্বে দুই রাজ্যের পুলিশের তরফ থেকে যৌথ অভিযান চালানো হয়। সেই অভিযানেই মৃত্যু হয়েছে ওই তিন দাগি জঙ্গির। মৃত জঙ্গিদের কাছ থেকে দুটি একে-৪৭ এবং দুটি পিস্তল সহ বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের | Bangladesh
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar