উত্তরপ্রদেশে ফের এনকাউন্টার! পিলভিটে পুলিশি অভিযানে খতম ৩ খলিস্তানি জঙ্গি, বড় সাফল্য

Published : Dec 23, 2024, 08:35 PM IST
Action of security forces against terrorism

সংক্ষিপ্ত

পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে পিলভিটে খতম হল ৩ খলিস্তানি জঙ্গি।

জানা যাচ্ছে, পাঞ্জাব পুলিশের ওয়ান্টেড লিস্টে থাকা এই তিন জঙ্গির নাম হল গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং ও যশপ্রীত। ঠিক কিছুদিন আগে পাঞ্জাবের গুরুদাসপুরে পুলিশ চৌকিতে গ্রেনেড হামলায় অভিযুক্ত ছিল এই তিনজন জঙ্গি।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ৩ জঙ্গির বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। আসলে তারা প্রত্যেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন খলিস্তান কমান্ডো ফোর্সের সদস্য। গত বুধবার, পাঞ্জাবের গুরুদাসপুরে একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায় তারা। সেই হামলার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছিল এই সংগঠন।

এমনিতে, গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবের একাধিক পুলিশ ঘাঁটিতে হামলার ঘটনা সামনে আসে। তারপর থেকেই সেই ঘটনায় অভিযুক্ত এই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। তদন্তে জানা গেছে যে, অভিযুক্তরা উত্তরপ্রদেশে ঘাঁটি গেড়ে রয়েছে। সেইমতো উত্তরপ্রদেশ পুলিশকে সঙ্গে নিয়ে সোমবার, বিশেষ অভিযানে যায় পাঞ্জাব পুলিশ।

এরপর পিলভিটে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলাকালীন পুলিশকে দেখে গুলি চালায় জঙ্গিরা। যদিও পাল্টা গুলি চালায় পুলিশও। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় এই তিনজনের।

এই অভিযান প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি প্রশান্ত কুমার জানিয়েছেন, পাঞ্জাব পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে, এই তিন খলিস্তানি জঙ্গি পিলভিটে ঘাঁটি গেড়ে রয়েছে। সেইমতোই, এখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা।

ওদিকে পিলভিটের পুলিশ সুপার অবিনাশ পান্ডের নেতৃত্বে দুই রাজ্যের পুলিশের তরফ থেকে যৌথ অভিযান চালানো হয়। সেই অভিযানেই মৃত্যু হয়েছে ওই তিন দাগি জঙ্গির। মৃত জঙ্গিদের কাছ থেকে দুটি একে-৪৭ এবং দুটি পিস্তল সহ বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

রাহুল গান্ধীর কোনও চারিত্রিক শক্তি নেই! কেন কঙ্গনা এই বিস্ফোরক মন্তব্য করলেন
8th Pay Commission কবে থেকে বাস্তবায়িত হবে? বড় আপডেট দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক