আবার ফিরছে পাস-ফেল প্রথা, একক্লাসে দুইবার পড়ার পরেও অকৃতকার্যদের জন্য বিশেষ ব্যবস্থা

শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনও পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাঁকে ফের সুযোগ দেওয়া হবে।

 

শিক্ষার অধিকার আইনে আবার বদল আনল কেন্দ্রীয় সরকার। এবার আবার স্কুলে ফিরছে পাস-ফেল। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল। কিন্তু এবার আবার তা ফেরান হচ্ছে। পাশ করতে না পারলে বা ফেল করতে সেই শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে না। আরও একবার সুযোগ দেওয়া গয়। পড়াশুনায় আরও মনোযোগী করার জন্যই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষাসচিব।

শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনও পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাঁকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর দুই মাসের মধ্যে ফের পরীক্ষায় বলতে পারবে। সেখানে পাশ করলে পরের ক্লাসে সুযোগ দেওয়া হবে। যদি কোনও পড়ুয়া দ্বিতীয় পরীক্ষাতেও অকৃতকার্য হয় তাহলে পরবর্তী ক্লাসে তোলা হবে না। সংশ্লিষ্ট পড়ুয়াকে সেই ক্লাসে আরও এক বছর পড়তে হবে।

Latest Videos

শিক্ষার অধিকার আইনে বদলে এনে কেন্দ্র আরও জানিয়েছে কোনও পড়ুয়াকেই আর স্কুল থেকে বের করে দেওয়া যাবে না। অর্থাৎ অকৃতকার্য হওয়া পড়ুয়াদের বহিষ্কার করার দিন শেষ। দ্বিতীয়বার একই ক্লাসে পড়ার পরেও যদি পড়ুয়া পাশ করতে না পারে তাহলে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়তা করবেন শ্রেণি শিক্ষকেরা। প্রয়োজনে গলদ কোথায়, তা খুঁজে বার করা হবে।

২০১৯ সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে বদল এনে জানিয়েছিল, দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদি শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে কাউকে ফেল করানো হবে না। পাঁচ বছর পর সেই শিক্ষার অধিকার আইন ফের বদলাতে চলেছে কেন্দ্র। কেন্দ্রের নয়া পাশ-ফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের ৩০০০-এরও বেশি স্কুলে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং‌ সৈনিক স্কুলগুলিও। বহু ক্ষেত্রেই স্কুলশিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে রাজ্যের হাতে। অনেক রাজ্যই কেন্দ্রীয় সরকার তুলে দেওয়ার পরেও পাস-ফেল প্রথা চালু রেখেছিল।

 

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar