'অপারেশন মহাদেবের' সাফল্য ভারতীয় সেনার, এনকাউন্টারে খতম লস্কর-ই তৈবার ৩ জঙ্গি

Published : Jul 28, 2025, 03:07 PM ISTUpdated : Jul 28, 2025, 03:12 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Jammu Kashmir Anti Terror Operation:  পহেলগাঁও হামলার বদলা ফের। অপারেশন মহাদেব-এ খতম তিন জঙ্গি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ  প্রতিবেদন… 

Jammu Kashmir Anti Terror Operation: মারের বদলা মার। ভূস্বর্গে চলছে জঙ্গি বাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনার 'অপারেশন মহাদেব'। সোমবার সকাল থেকেই উপত্যকা জুড়ে শুরু হয়েছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। জানা গিয়েছে, জম্মু কাশ্মীরের শ্রীনগরের দাচিগ্রাম এলাকায় জঙ্গলের মধ্যে এদিন সকাল থেকে শুরু হয় নিরাপত্তা বাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে জঙ্গিদের সশস্ত্র লড়াই। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত তিনজন জঙ্গির খতম হওয়ার খবর মিলেছে। জঙ্গি নিধনে ভারতীয় সেনার অপারেশন মহাদেব জারি এখনও।

সূত্রের খবর, সোমবার যে তিনজন জঙ্গি এনকাউন্টাকে মারা গিয়েছে তারা পাকিস্তানের নাগরিক এবং লস্কর ই তৈবার সক্রিয় সদস্য। এমনকি গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে এরা সরাসরি জড়িত থাকতে পারে বলেও মনে করছে নিরাপত্তা বাহিনী। এদিকে জঙ্গিদের বিরুদ্ধে উপত্যকা জুড়ে গত একমাস ধরেই চলছে সেনাবাহিনীর অপারেশন। সূত্র মারফত খবরে জানা গিয়েছে, পাকিস্তান সীমান্ত টপকে ভারতের মাটিতে প্রবেশ করেছে একঝাঁক জঙ্গি। এদিন তাদের বিরুদ্ধে অভিযানে তিনজনকে নিকেশ করে সেনা।

 

 

অন্যদিকে, ভূস্বর্গে এখনও চলছে তল্লাশি অভিযান। জঙ্গিদের লুকিয়ে রাখা অস্ত্রশস্ত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। এমনকি এনকাউন্টারে যে তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে তাদের পরিচয় খোঁজার কাজও চলছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গোয়েন্দা সংস্থা এনআই-এর হাতে সম্প্রতি দুটি ছবি আসে। খবর ছিল যে, এরা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। সেইমত এদিন তল্লাশি অভিযানে নেমে ভারতীয় সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন জঙ্গি নিহত হওয়ার খবর মিলেছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল