বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনে দৌড়ে তিন মহিলা নেত্রী, উত্তর ছেড়ে দক্ষিণে চোখ মোদী-শাহর

Published : Jul 05, 2025, 08:55 AM IST

বিজেপি সূত্রের খবর এবার নতুন সর্বভারতীয় সভাপতির দৌড়ে রয়েছে দলেরই তিন মহিলা নেত্রীর নাম। বিজেপি এর আগে মহিলা অর্থমন্ত্রী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে থেকে মহিলা রাষ্ট্রপতি নির্বাচন করে রীতিমক চমক দিয়েছিল।  

PREV
110

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে জগৎ প্রতাপ নাড্ডার মেয়াদ শেষ হয়েছে অনেক দিন আগেই। কিন্তু লোকসভা নির্বাচন আর দলের প্রয়োজন সভাপতি বদল করেনি বিজেপি। কিন্তু এবার সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে দলের অন্দরেই কাটাছেঁড়া শুরু হয়েছে।

210

বিজেপি সূত্রের খবর এবার নতুন সর্বভারতীয় সভাপতির দৌড়ে রয়েছে দলেরই তিন মহিলা নেত্রীর নাম। বিজেপি এর আগে মহিলা অর্থমন্ত্রী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে থেকে মহিলা রাষ্ট্রপতি নির্বাচন করে রীতিমক চমক দিয়েছিল। এবারও সেই পথে হাঁটতে পারে নরেন্দ্র মোদী - অমিত শাহ।

310

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পাঁচ দেশের সফরে রয়েছেন। তিনি দেশে ফেরার পরই নতুন সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। যার জন্য দিল্লিতে নতুন সভাপতি নির্বাচন নিয়ে তৎপরতা তুঙ্গে।

410

বিজেপি সূত্রের খবর দলেরই প্রথম সারির তিন মহিলা নেত্রী রয়েছেন সভাপতির দৌড়ে। যদিও নাম এখনও চূড়ান্ত হয়নি। বিজেপি সূত্রের খবর, দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে আরএসএস কর্তাদেরও দফায় দফায় বৈঠক হয়েছে।

510

বিজেপি সূত্রের খবর উত্তর ভারত ছেড়ে বিজেপি এবার সংগঠন আরও মজবুত করতে দক্ষিণ ভারতের দিকে নজর দিয়েছে। আর সেই কারণে দলের সভাপতিও নির্বাচন করা হবে দক্ষিণ থেকে। যদিও শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে এখনও কোনও কথাই বলেননি।

610

বিজেপি সূত্রের খবর সভাপতি হিসেবে যে তিন মহিলার নাম ঘুরছে তাঁরা তিন জনই দক্ষিণের। প্রথম নাম নির্মলা সীতারমণ। দ্বিতীয় ডি পুরান্ডেশ্বরী। আর বনথী শ্রীনিবাসন। তিন জনেরই জন্ম দক্ষিণ ভারতের আলাদা আলাদা রাজ্যে।

710

নির্মলা সীতারণের জন্ম তামিলনাড়ুর মাদুরাইয়ে। যদিও তাঁর পড়াশুনা আর রাজনীতির হাতেখড়ি দিল্লিতে। বর্তমানে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দীর্ঘ দিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত নির্মলা। কাজ চালানোর মত হিন্দিও বলতে পারেন।

810

দ্বিতীয় নাম হিসেবে উঠে এসেছে ডি পুরান্ডেশ্বরীর নাম। অন্ধ্র প্রদেশের প্রাক্তন রাজ্যে সভপতি তিনি। একধিক ভাষায় দক্ষ এই মহিলা। বিজেপির সঙ্গে দীর্ঘ দিন যুক্ত। তাঁর পড়াশুনা দক্ষিণভারতেই। কিন্তু তিনি ইংরেজি , তেলেগু , তামিল , হিন্দি এবং ফরাসি এই পাঁচটি ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারেন ।

910

তৃতীয় নাম আইনজীবী থেকে বিজেপি নেত্রী বনথী শ্রীনিবাসন। বর্তমানে কোয়েম্বাটোর দক্ষিণের বিধায়ক বনথী। রাজ্য সভাপতি থেকে সাধারণ সম্পাদক, তামিলনাড়ুর উপ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর রাজনৈতিক জীবন দক্ষিণভারতেই সীমাবদ্ধ। যদিও বিজেপির জাতীয় নির্বাচন কমিটির সদস্য তিনি।

1010

মহিলা সভাপতি নির্বাচনের কারণ হিসেবে বিজেপির একনেতা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, বিহার এবং পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে মহিলা ভোটারদের কাছে বিজেপিকে সঠিক সংকেত পাঠাতে সাহায্য করতে পারেন।

Read more Photos on
click me!

Recommended Stories