দ্বিতীয় নাম হিসেবে উঠে এসেছে ডি পুরান্ডেশ্বরীর নাম। অন্ধ্র প্রদেশের প্রাক্তন রাজ্যে সভপতি তিনি। একধিক ভাষায় দক্ষ এই মহিলা। বিজেপির সঙ্গে দীর্ঘ দিন যুক্ত। তাঁর পড়াশুনা দক্ষিণভারতেই। কিন্তু তিনি ইংরেজি , তেলেগু , তামিল , হিন্দি এবং ফরাসি এই পাঁচটি ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারেন ।