- Home
- West Bengal
- West Bengal News
- শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? জল্পনা শুরু গেরুয়া শিবিরের অন্দরে
শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? জল্পনা শুরু গেরুয়া শিবিরের অন্দরে
বিজেপির অন্দরে জল্পনা বিজেপি বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিধানসভায় লড়াই করতে পারে।

দীর্ঘ টানাপোড়েনের পর বিজেপি স্থায়ী রাজ্য সভাপতি হিসেবে নিয়োগ করেছে শমীক ভট্টাচার্যকে।
শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর বিজেপির অন্দরেই গুঞ্জন আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। সেখানে কে হবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী?
বিজেপির অন্দরে জল্পনা বিজেপি বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিধানসভায় লড়াই করতে পারে।
শমীক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে শুভেন্দু চড়া হিন্দুত্বের পক্ষেই সুর চড়িয়েছিলেন। কিন্তু সম্পূর্ণ উল্টো পথে হেঁটেই নমর সুরে হাঁটালেন শমীক।
বিজেপির একাংশের মতে নরম-গরমে হেঁটেই বিজেপি এবার ভোট বৈতরণী পার হতে চাইছে। আর সেই কারণে বিরোধী দলনেতা শুভেন্দুকেই মুখ করতে পারে বিজেপি।
বিজেপির একাংশের মতে বিজেপির কখনই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সামনে রেখে ভোটের লড়াইতে যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই লড়াই করে। এবারও তাই হতে পারে।
যদিও শুভেন্দু অধিকারী এই বিষয়ে এখনও কিছু বলেননি। অন্যদিকে বিজেপিও এই বিষয়টি নিয়ে চুপ করে রয়েছে।
গত বিধানসভা নির্বাচনেও বিজেপি এই রাজ্যে মুখমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে মনোনীত করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখেই লড়াই করেছিল। এবারও তাই করতে পারে।
বিজেপির অন্দরের খবর মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে এবার অনেকটা এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে শুভেন্দুর গুরুত্ব বাড়ছে।
শমীকের সঙ্গে শুভেন্দু অধিকারীর সুসম্পর্ক রয়েছে। আর সেই কারণেই তাঁকে রাজ্য সভাপতির পদে বসান হয়েছে। শমীককে রাজ্য সভাপতির পদে বসানোর ক্ষেত্রে শুভেন্দুর পূর্ণ সমর্থন ছিল বলেও বিজেপ একাংশের দাবি।

