কী কারণে খুন তা নিয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েন থেকেই খুন। নিহত মহিলা ও অভিযুক্ত প্রায় বছর চারেক ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। মূলত ভিঠলের অতিরিক্ত মদ্য়পান ও খামখেয়ালিপনার জন্য সম্পর্কের অবনতি হয়। শেষপর্যন্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসনে বনজালক্ষ্মী।