সম্পর্কের করুণ পরিণতি! লিভ-ইন সঙ্গীকে রাস্তায় পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে দিল 'প্রেমিক'

Published : Sep 01, 2025, 04:41 PM IST

বেঙ্গালুরুতে লিভ-ইন সঙ্গীকে রাস্তাতেই পুড়িয়ে খুন করল প্রেমিক। গা়ড়ির মধ্য়ে পেট্রোল ঢেকে খুনের চেষ্টা করে। কেন খুন করেছে তদন্ত করছে পুলিশ। 

PREV
15
সম্পর্কের করুণ পরিণতি!

সম্পর্কের করুণ পরিণতি! সম্পর্ক ভেঙে দেওয়ায় দীর্ঘ দিনের লিভ-ইন পার্টনারকে জীবন্ত পুড়িয়ে খুন করল সঙ্গী। তেমনই বলছে তদন্তকারীরা। মৃত মহিলার নাম বনজাক্ষী। অভিযুক্ত ভিঠল। ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িতেই পেট্রোল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

25
বেঙ্গালুরুতে খুন

সিলিকন সিটি হিসেবে পরিচিত বেঙ্গালুরুকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা একটা সাদা গাড়িতেই এক ব্যক্তি ছুটতে ছুটতে এসে পেট্রোল ছুঁড়ে দেয়। তারপরই দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। প্রত্য়ক্ষদর্শীদের কথায় অভিযুক্তের টার্গেট ছিল গাড়িতে বসে থাকা এক তরুণী। গাড়িতে আগুন ধরিয়ে দিলে গাড়ির যাত্রীরা বেরিয়ে ছুটতে থাকে। তখন অভিযুক্ত মহিলাকে পাকড়াও করে তার গায়ে পেট্রোল ঢেকে আগুন লাগিয়ে দেয়।

35
প্রতিহিংসা থেকেই খুন!

কী কারণে খুন তা নিয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েন থেকেই খুন। নিহত মহিলা ও অভিযুক্ত প্রায় বছর চারেক ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। মূলত ভিঠলের অতিরিক্ত মদ্য়পান ও খামখেয়ালিপনার জন্য সম্পর্কের অবনতি হয়। শেষপর্যন্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসনে বনজালক্ষ্মী।

45
দুজনের ব্যক্তিগত জীবন

বনজালক্ষ্মীর এর আগে দুইবার বিয়ে করেছিলেন। ভিঠলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর বনজালক্ষ্মী মারিয়াপ্পা নামের আরও একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। অন্যদিকে ভিঠল বনজালক্ষ্মীর আগেও তিনটে বিয়ে করেছিল। কিন্তু বনজালক্ষ্মী সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরই ভিঠল প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁকে খুন করেছে বলে অভিযোগ।

55
মৃত্যু বনজালক্ষ্মী

বনজালক্ষ্মী তাঁর বন্ধু মারিয়াপ্পার সঙ্গে মন্দির থেকে ফিরছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। বনজালক্ষ্মীর দেহের প্রায় ৬০% পুড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে অভিযুক্ত ভিঠলকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Read more Photos on
click me!

Recommended Stories