এক অধ্যায়ের অবসান, প্রয়াত টাইমস গ্রুপের চেয়ারপার্সন ইন্দু জৈন

Published : May 13, 2021, 11:22 PM ISTUpdated : May 14, 2021, 11:08 AM IST
এক অধ্যায়ের অবসান, প্রয়াত টাইমস গ্রুপের চেয়ারপার্সন ইন্দু জৈন

সংক্ষিপ্ত

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের সব থেকে বড় সংবাদ মাধ্যম টাইম গ্রুপের চেয়ারপার্সেন ছিলেন ইন্দু জৈন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের সব থেকে বড় সংবাদ মাধ্যম টাইম গ্রুপের চেয়ারপার্সেন ছিলেন ইন্দু জৈন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। উত্তর প্রদেশের ফৈজাবাদে ১৯৩৬ সালে তিনি জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে ফোর্বসের তালিয়ায় ভারতীয় ধনীদের মধ্যে ইন্দু জৈনের স্থান ছিল ৫৭তম। আর বিশ্বের ক্রমতালিকায় তিনি ছিলেন ৫৪৯তম ধনী মহিলা। 

টাইমস গ্রুপের চেয়ারপার্সের পাশাপাশি তিনি টাইমস ফাউন্ডেশেনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ইন্দু জৈন। ২০১৬ সালে পদ্মভূষণ সম্মান তাঁকে প্রদান করেছিল ভারত সরকার। টাইম গ্রুপের ত্রাণ তহবিলেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বন্য, ভূমিকম্পসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। 

বিখ্যাত শিল্পপতি অশোক কুমার জৈন ছিলেন ইন্দুর স্বামী। ১৯৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ট অপারেশনের সময় তাঁর  মৃত্যু হয়। ইন্দু-অশোকের দুই সন্তান- সমীর জৈন ও বিনীত জৈন।  
 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর
জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত