বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি নিষ্প্রদীপ হওয়ায় প্রতিবাদে সরব তৃণমূল সাংসদরা। ইন্ডিয়া গেটে ধর্নায় বসেন তৃণমূল সাংসদ সৌগত, সুখেন্দুশেখর রায়, মৌসম নূর। প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা।
দিল্লিতে (Delhi) প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো বাতিল নিয়ে বিতর্কের আবহের মাঝেই গত ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে (Netaji Birthday) রাজধানীর ইন্ডিয়া গেটের সামনে নেতাজির হলোগ্রাম মূর্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন্দ্রের তরফে বলা হয়েছে, যতদিন পর্যন্ত না গ্রানাইট মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজির হলোগ্রাম মূর্তিই (Netahi Hologram Statue) বসানো থাকবে। এই পর্যন্ত সব ঠিকঠিকই ছিল। কিন্তু নেতাজি একা অন্ধকারে মূর্তিমানের মত দাঁড়িয়ে থাকবে সেটা মোটেই বরদাস্ত করবে না বিরোধী শিবির। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই জল গড়াল ধর্নায় (Dharna)বসা পর্যন্ত। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি নিষ্প্রদীপ হওয়ায় প্রতিবাদে সরব তৃণমূল সাংসদেরা (TMC MPs)। আলোর অভাবে নেতাজির মূর্তি মোটেই দেখা যাচ্ছিল না বলে অভিযোগ উঠছিল। বুধবার লোকসভার অধিবেশনেও মূর্তি উধাও হওয়ার প্রসঙ্গ তোলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় (Sauigata Ray)। এরপর বৃহস্পতিবারও ঘটনার কোনও পরিবর্তন না হওয়ায় মূর্তির পাদদেশেই ধর্নায় (Dharna)বসে পড়েন তৃণমূল সাংসদেরা (TMC Mps)।
কিন্ত কেন্দ্রের এক সূত্র মারফত জানা যাচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই বন্ধ করে হয়ে দেওয়া হয় হলোগ্রাম মূর্তির জন্য ব্যবহৃত প্রোজেক্টরটি। কেন্দ্রের তরফে সুত্র মারফত আরও জানান হয়েছে, জোরে হাওয়া বওয়ার কারণেই গত ২৮ জানুয়ারি প্রোজেক্টরটি বিকল হয়ে যায়। সেই দিন প্রোজেক্টরটি সারানো হলেও পর দিনও একই কারনে অন্ধকার থাকে নেতাজির মূর্তি। তার পর দু-একদিন কেটে যাওয়ার পরও নিষ্প্রদীপ অবস্থাতেই পড়ে রয়েছে নেতাজির মূর্তিটি। এ নিয়ে বৃহস্পতিবার ইন্ডিয়া গেটে ধর্নায় বসেন তৃণমূল সাংসদ সৌগত, সুখেন্দুশেখর রায়, মৌসম নূর। প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা।
আরও পড়ুন-'নেতাজি ভক্তি তৃণমূলের নাটক, তামিলনাড়ু-পশ্চিমবঙ্গ সব এক', IAS ক্যাডার ইস্যুতে তোপ দিলীপের
আরও পড়ুন-Netaji Statue: নেতাজির মূর্তি তৈরির গ্রানাইট আসবে তেলেঙ্গানা থেকে, জানুন আরও বিস্তারিত
আরও পড়ুন-Netaji Statue-PM Modi: 'নেতাজি দেশভক্তির প্রতীক', ইন্ডিয়াগেটে মূর্তির উদ্ধোধন করলেন মোদী
তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, নেতাজিকে অন্ধকারে রাখবেন না। সৌগত রায় বলেন, নেতাজির হলোগ্রাম মূর্তি যেমন হাওয়া উড়ে গিয়েছে, তেমনই নেতাজির প্রতি বিজেপি-র ভালবাসা, সম্মান, শ্রদ্ধা সবই যেন উবে গিয়েছে। গ্রানাইট মূর্তি বানানোর নাম দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে তৃণমূলের ধর্ণায় বসার পরও অভিযোগের ভিত্তিতে কেন্দ্র সরকারি ভাবে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি। এদিকে আবার তৃণমূলের অভিযোগকে একপ্রকার বুডো় আঙুল দেখিয়ে বাংলায় বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নেতাজির হলোগ্রাম মূর্তি সাময়িক ব্যাপার, গ্রানাইট মূর্তি বসানোই প্রধান উদ্দেশ্য, আর এখন সেই দিকেই ফোকাস করা উচিত।