সোশ্যাল মিডিয়ায় একজন প্রস্তাব দিয়েছেন, সময় নষ্ট না করে মণিপুর ফাইলস সিনেমা তৈরি করুন । কড়া পতিক্রিয়া জানালেন বিবেক অগ্নিহোত্রী।
মণিপুর ইস্যুতে 'দ্যা কাশ্মীর ফাইলস' এর পরিচালককে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে সপাটে উত্তর দিলেন পরিচালকর বিবেক অগ্নিহোত্রী। জাতিগত হিংসার কারণে উত্তাল মণিপুর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মণিপুরে মহিলা নিগ্রহের ঘটনা। এবার সেই বিষয় নিয়ে বিবেক অগ্নহোত্রী ছবি তৈরি করবেন না তা জিজ্ঞাসা করেছেন এক নেটিজেন। তার উত্তরও দিয়েছেন বিবেক অগ্নিহোত্রী।
সোশ্যাল মিডিয়ায় একজন প্রস্তাব দিয়েছেন, 'সময় নষ্ট না করে মণিপুর ফাইলস সিনেমা তৈরি করুন । আপনি যদি মানুষের মত মানুষ হন।' পত্রপাঠ এই বার্তার উত্তর দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী । তিনি বলেছেন, 'আমার ওপর এত বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। সব সিনেমাই কি আমাকে দিয়ে তৈরি করবেন বন্ধু? তোমাদের টিম ইন্ডিয়া-তে কি কোনও মানুষের মত মানুষ নেই যে এই নিয়ে সিনেমা তৈরি করতে পারেন। '
বিবেক অগ্নিহোত্রী এবার সরাসরি বিরোধী পক্ষের জোট ইন্ডিয়-র কোর্টেই বল ঠেলে দিয়েছেন। বিবেক অগ্নিহোত্রী কাশ্মীরি পণ্ডিতদের হত্যার বিষয় নিয়ে একটি ছবি তৈরি করেছিল। যা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।
সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার একটি ভিডিও ঘিরে তোলপাড় সারা দেশ। ভিডিওটিতে দেখা যাচ্ছে দুই মহিলাকে লগ্ন করে হাঁটানো হচ্ছে রাস্তা দিয়ে। দুই নির্যাতিতা মহিলাকে ঘিরে রয়েছে এক দল পুরুষের লোলুপ দৃষ্টি। স্থানীয় আদিবাসী সংগঠনের অভিযোগ গুই মহিলাকে একটি মাঠে গণধর্ষণ করা হয়েছে। তারপরই তাদের রাস্তা দিয়ে হাঁটানো হয়েছে। গোটা ঘটনার নিন্দা করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে অনেকেই। মণিপুরে হিংসার সময়ই এই ঘটনা ঘটে। মণিপুরের উপজাতীয় নেতাদের ফোরাম এই বিষয় নিয়ে একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে গত ৪ মে। রাজধানী ইম্ফল থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায়। এই ঘটনায় অভিযোগও দায়ের করা হয়েছিল কাংপোকপি জেলায়। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় এক জননেতার সামনে তিন মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছে। এই ঘটনা পাঁচা জনের একটি দলকে অভিযুক্ত করা হয়েছিল। যারা মণিপুর হিংসার ঘটনাতেও জড়িত। মহিলাদের বিরুদ্ধে একজনকে অপরহণের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ দুই মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। যার মধ্যে এক জনের বয়স ১৯। তার ভাই মহিলাকে উদ্ধার করতে এলে তাকেও খুন করে ধর্ষকরা।