Tomato Price: এই কাজগুলি করলেই কমবে টমেটোর দাম, জনতাকে পরামর্শ মন্ত্রীর

Published : Jul 23, 2023, 09:38 PM IST
Tomato Price today 19th july 2023

সংক্ষিপ্ত

উত্তর প্রদেশের মহিলা ও শিশু উন্নয়ন দফতের মন্ত্রী প্রতিভা শুক্লা রবিবার বলেছেন, টমেটো যদি দামি মনে হয় তাহলে টমেটো খাওয়া বন্ধ করে দিন। 

গোটা দেশ টমেটো দাম হুহু করে বাড়ছে। বাদ পড়েনি উত্তর প্রদেশ। কিন্তু টমেটোর মূল্যবৃদ্ধি নিয়ে এবার একটি পরামর্শ দিলেন উত্তর প্রদেশের মন্ত্রী। তিনি সরাসরি বলে দেন টমোটের দাম কমানোর জন্য তিনি রাজ্যের বাসিন্দাদের টমেটো খেতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, টমেটো না খেলেই টমেটোর দাম কমবে। পাশাপাশি টমেটো চাষেরও পরামর্শ দিয়েছেন।

উত্তর প্রদেশের মহিলা ও শিশু উন্নয়ন দফতের মন্ত্রী প্রতিভা শুক্লা রবিবার বলেছেন, টমেটো যদি দামি মনে হয় তাহলে টমেটো খাওয়া বন্ধ করে দিন। প্রয়োজনে বাড়িতে টমোটো গাছ লাগিয়ে বাড়িতেই টমেটো ফলান। তাহলে আর কিনে খেতে হবে না। তিনি আরও বলেন টমেটোর পরিবর্তে লেবু খাওয়া শুরু করেন। আপনা যদি টমেটো না কেনেন তাহলে খুব তাড়াতাড়ি টমেটোর দাম কমে যাবে। রবিবার একটি বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিয়ে এই বার্তা দিয়েছেন মন্ত্রী।

আশাহা গ্রামের পুষ্টি বাগানের উদাহরণ দিয়ে উত্তর প্রদেশের মন্ত্রী প্রতিভা শুক্লা বলেন, এই মূল্যস্ফীতির সমাধান রয়েছে। ঘরেতেই টমেটো লাগান। তিনি বলেন, গ্রামের মহিলা একটি বাগান তৈরি করছেন। সেখানে তারা টমেটো ফলাতে পারেন। তাহলে আর অনেক দাম দিয়ে টমেটো কিনতে হবে না।

অন্যদিকে উত্তর প্রদেশের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী অশ্বিনী চৌবে জানিয়েছেন, টমেটো সহ ২২টি প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম রাজ্য সরকার নিয়মিত পর্যবেক্ষণ করবে। তিনি বলেছেন উত্তর প্রদেশে কিছুটা হলেও কমেছে টমেটোর দাম। ১৬ জুলাইয়ের আগে পর্যন্ত উত্তর প্রদেশে কিলোপ্রতি টমেটোর দাম ছিল ৯০ টাকা। তারপর তার ৮০ টাকায় বিক্রি হয়। ২০ জুলাইয়ের পর থেকে টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা কিলো দরে।

তবে শুধু উত্তর প্রদেশ নয়, গোটা দেশেই টমেটোর দাম আকাশ ছোঁয়া। টমেটোর সঙ্গে দাম বেড়েছে আদা -সহ একাধিক মরশুমি সবজিরও। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে ক্রেতারা। টমেটোর দাম বাড়ার সঙ্গে সঙ্গেই কালোবাজারে শুরু হয়েছে। টমেটো পাচারের ঘটনা যেমন ঘটছে তেমনই টমেটো চুরিরও ঘটনা সামনে এসেছে। অনেক কৃষক আবার টমেটো পাহারা দেওয়ার জন্য টাকা খরচ করে বাউন্সার রেখেছেন। টমেটোর দাম মাঝখানে কিলো প্রতি ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল।

 

PREV
click me!

Recommended Stories

সংসদে ওয়াইসি ধামাকা! কী এমন বললেন ওয়াইসি?, করতালিতে ফেটে পড়ল সংসদ
Today live News: উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া