১৯৭২ সালের ১৩ আগস্ট, চালকের ভুলে বিমানটি কুরিকোতে পৌঁছানোর বদলে পাহাড়ে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে। দুটি ডানা আর লেজের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরই তিন যাত্রীর মৃত্যু হয়। বিমানে ছিল ৪৫ জন যাত্রী। বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে চিলি সীমান্ত পেরিয়ে পশ্চিম আর্জেন্টিনার আন্দিজে। হিমবাহে মধ্যে পড়ায় উদ্ধারকারী বিমান একাধিকবার টহল দিয়ে উদ্ধার করতে পারেনি। প্রবল চোট আর প্রবল ঠান্ডার কারণে আরও ১৩ যাত্রীর মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করা হয়েছিল ৭২ দিন পরে।