রোজগার মেলায় ৭১ হাজার নিয়োগপত্র বিলি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা কংগ্রেসের, দেখুন ১০টি খবর

রোজগার মেলা থেকে শুরু করে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। সঙ্গে রয়েছে পরীক্ষা পে চর্চার প্রস্তুতির তথ্য। উত্তর ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা।

 

1.কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মহিলাদের ক্ষমতায়নের পথে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের ভূমিকা নিয়ে অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিয়াচেনে প্রথম মহিলা অফিসারের মোতায়েন থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীতে প্রথমবারের মতো কমান্ডের ভূমিকার জন্য ৩০ জন মহিলা অফিসারকে নিয়োগ করা পর্যন্ত এর মধ্যে রয়েছে। একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনী মহিলা সেনা কর্মকর্তাদের কর্নেল পদে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। জানুয়ারির শেষ নাগাদ এই মহিলা সামরিক কর্মকর্তাদের কমান্ডের নেতৃত্ব দিতে দেখা যাবে। ভারতীয় সেনায় এই ধরণের সিদ্ধান্ত বেশ বড় পদক্ষেপ।

2.বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সারা দেশে ভালো সাড়া পাচ্ছে। এজন্য এর নেটওয়ার্ক বাড়াতে কাজ চলছে দ্রুত। দেশ এখনও পর্যন্ত ৮টি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে। যদিও এখন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে শুধু চেয়ার কারের ব্যবস্থা ছিল, কিন্তু এখন স্লিপার কোচের ব্যবস্থাও শুরু হবে শীঘ্রই। রেলওয়ে ভারত এক্সপ্রেস ট্রেনে একটি স্লিপার (বন্দে ভারত স্লিপার ট্রেন) সংস্করণ ডিজাইন করার পরিকল্পনা করছে।

Latest Videos

শুধু চেয়ারকার নয়-এবার বন্দে ভারতে এক্সপ্রেসে মিলবে স্লিপার কোচ, জেনে নিন বিস্তারিত

 

3.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রোজগার মেলায় জোর দিয়ে বলেছেন, তাঁর সরকার নিয়োগ পক্রিয়া স্বচ্ছতার ওপর জোর দিয়েছে। তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ার গতি বাড়াতে আরও সুগম ও সময়সীমার মধ্যে তা পুরণ করতে কার্যকরী পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন সরকারি বিভাগের নিয়োগপ্রাপ্তদের ৭১,৪২৬ নিয়োগ নিয়োগপত্র বিতরণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, রোজগার মেলার অনুশীলন তাঁর সরকারের একটি বিশেষ পরিচয় হয়ে উঠেছে। তিনি আরও বলেন, এই রোজগার মেলাই দেখিয়ে দেয়, তাঁর সরকার যা সংকল্প করে তা পুরণ করার সামর্থ্য রাখে।

নিয়োগে স্বচ্ছতাই তাঁর সরকারের অন্যতম পরিচয়, 'রোজগার মেলায়' ৭১ হাজার নিয়োগপত্র বিলি প্রধানমন্ত্রী মোদীর

 

4.বৃহস্পতিবার ভারত জোড়ো যাত্রা জম্মু ও কাশ্মীরে পৌঁছেছে। সেখানে যাত্রায় যোগ দিয়েছিলেন শিবসেনা নেতা ও উদ্ধব ঠাকরে ঘনিষ্ট সঞ্জয় রাউত। জম্মু ও কাশ্মীরের দলীয় নেতা কর্মীরা রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন। শুক্রবার সকাল থেকেই জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টি হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু হাঁঠা বন্ধ করা হয়নি। পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ঘেরাটোপের মধ্যেই পথ হাঁটতে শুরু করেন রাহুল গান্ধী। এদিন জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় রাত্রি কাটাবে ভারত জোড়ো যাত্রা।। শনিবার বিশ্রামের পর রবিবার থেকে নতুন করে পথ চলবেন রাহুল গান্ধী।

 

5.বিহারে জাত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত পিটিশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আদালত শুক্রবার আবেদনকারীদের সংশ্লিষ্ট হাইকোর্টে যাওয়ার এবং আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছে। বিহারের নীতীশ কুমার সরকার ৬ জুন জাত শুমারির বিজ্ঞপ্তি জারি করেছিল। এই সমীক্ষার জন্য ৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এ জরিপের সময় সংশ্লিষ্টদের অর্থনৈতিক অবস্থাও সমীক্ষা করা হবে।

6. ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মিত বাঁধ নিয়ে যখন ভারত বনাম চিন তরজা তুঙ্গে, তখনই গঙ্গার এক শাখানদীর ওপর ফের আরেকটি বাঁধ তৈরি করছে চিন। নতুন এই বাঁধটি ভারত, নেপাল ও চিন, তিন দেশের সীমানার খুব কাছে তিব্বতে অবস্থিত। এই বাঁধ নির্মাণের ফলে গঙ্গার শাখানদীর নিচের দিকের জলপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে চিন। এই বিষয়েই ভারত প্রশাসনের মনে তৈরি হয়েছে নতুন শঙ্কা। পূর্বে চিনের নির্মাণ করা অরুণাচল সীমান্ত লাগোয়া নির্মীয়মাণ বাঁধ নিয়ে শঙ্কায় ছিল ভারত।

7.আর মাত্র এক সপ্তাহ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আয়োজিত হবে 'পরীক্ষা পে চর্চা (Pariksha Pe Charcha)'। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের নবম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী আর পরীক্ষার্থীরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগে এটি এমন একটি অনুষ্ঠানে যেখানে পডুয়া আর অভিভাবকরা এক ছাতার তলায় আসার সুযোগ পান। আর এই অনুষ্ঠানে পরীক্ষার্থীদের ভারমুক্ত করার টিপস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি পড়ুয়া আর অভিভাবকদের সঙ্গে পরীক্ষা ও পড়াশুনার পাশাপাশি তাঁরা ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কেও আলোচনা করেন।

8.দেশের অন্যতম প্রধান ঋণদানকারী প্রতিষ্ঠান হিসাবে, ব্যাঙ্কগুলি প্রতি বছর কেন্দ্রীয় বাজেটের দিশা সতর্ক ভাবে পর্যবেক্ষণ করে। ব্যাঙ্কগুলি বাজেটের নীতিগুলিকে সামনে রেখে সারা বছর তাদের ব্যবসায়িক পরিকল্পনা এবং আসন্ন আর্থিক বছরের লক্ষ্যগুলি তৈরি করে। গত বছরের বাজেট নীতিগুলি সময়ের প্রয়োজনের জন্য অনুকূল ছিল বলে দাবি করেছে ব্যাঙ্ক সংগঠন। অর্থনীতি যখন মহামারীর ধাক্কায় টালমাটাল, তখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য সরকারের প্রশংসা করেছে দেশের ব্যাঙ্কিং সিস্টেম। তাদের দাবি এই ব্যবস্থাগুলি প্রথমে অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে সাহায্য করেছিল এবং তারপরে মজবুত বৃদ্ধির দিকে এগিয়ে ছিল।

9.কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে বলেন, সরকারি দফতরে এখনও পর্যন্ত ৩০ লক্ষের বেশি শূন্যপদ রয়েছে। সেখানে মাত্র ৭১ হাজার নিয়োগপত্র বিলি গয়েছে। তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগে মোদী বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন- সেই কথাও এদিন মনে করিয়ে দেন তিনি। খাড়গে সরাসরি বলেন,'নরেন্দ্র মোদীজি, সরকারি দফতরে ৩০ লক্ষ শূন্যপদ রয়েছে। আপনি আজ যে ৭১ হাজার নিয়োগপত্র বিলি করেছেন তা নিতান্তই সামান্য।' খাড়গে এখানেই শেষ করেননি। তিনি টুইট করে বলে, শূন্যপদগুলিতে নিয়োগের প্রক্রিয়া চলছে। 'আপনি প্রতি বছর যে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল তা কোথায়?'

Rozgar Mela: ৩০ লক্ষ শূন্যপদে মাত্র ৭১ হাজার নিয়োগ, প্রধানমন্ত্রী মোদীকে নিশানা কংগ্রেসের

 

10.একে হারকাঁপানো শীত তাতে দোসর বৃষ্টি। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে আরও শীত পড়বে উত্তর ভারতে। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে চলবে তুষারপাতও। ইতিমধ্যেই সতর্কবার্তা দিল মৌসম ভবন। আগামী ২৪ থেকে ২৭ জানুয়ারি দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বৃষ্টিরও পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী সপ্তাহের শেষেই হার কাঁপানো ঠান্ডার পাশাপাশি বৃষ্টিরও সাক্ষী থাকবে রাজধানী-সহ উত্তর ভারতের বেশ কিছু জায়গা। আগামী ২১ থেকে ২৭ তারিখ তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফ্‌ফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। ২৪ থেকে ২৬ তারিখ আরও বাড়বে তুষারপাতের পরিমাণ। ওই সময়ই বিক্ষীপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দিল্লি-সহ একাধিক জেলায়।

আরও নামবে দিল্লির তাপমাত্রা, উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল মৌসম ভবন

 

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল