প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা দেশ, সমবায় ফেডারেলিজমের নতুন যুগের সূচনা করলেন মোদী- দেখুনে সেরা ১০টি খবর

জানুয়ারি মাসে ১১টি রাজ্যে সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দুই দিন ধরে উত্তর-পূর্বভারত সফরে রয়েছে। আজ অর্থাৎ শনিবার অমিত শাহ দুটি রাজ্যে একসঙ্গে সফর করবেন । একটি হল ঝাড়খণ্ড অন্যটি হল ছত্তিশগড়। 

 

প্রধান সচিবদের দ্বিতীয় জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদী। রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে দ্রুত এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই এই বৈঠকের মূল উদ্দেশ্য। মূলত সমবায় ফেডারেলিজম, কেন্দ্রীয় মন্ত্রক এবং বিভাগগুলির মাধ্যমে রাজ্যগুলির সাথে নিরবচ্ছিন্ন সমন্বয়ে কাজ করা, নতুন ভারতের উন্নয়ন এবং অগ্রগতির জন্যই এই বৈঠক। গত বছর প্রথমবারের মতো ধর্মশালায় অনুষ্ঠিত হয়েছিল। এই প্রথম নয়, এর আগেও ভারতের অনেক জটিল চ্যালেঞ্জের প্রতিক্রিয়া জানাতে দক্ষতা ও সমন্বয়ের সূচনা করার জন্য সহযোগিতামূলক ফেডারেলিজমকে কাজে লাগানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। ভারতের অনেক জটিল চ্যালেঞ্জের প্রতিক্রিয়া জানাতে দক্ষতা ও সমন্বয়ের সূচনা করার জন্য সহযোগিতামূলক ফেডারেলিজমকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। বৈঠকও চলবে আগামিকাল।

সমবায় ফেডারেলিজমের নতুন যুগের সূচনা, ফের একবার প্রধান সচিবদের জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদী

Latest Videos

 

জানুয়ারি মাসে ১১টি রাজ্যে সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দুই দিন ধরে উত্তর-পূর্বভারত সফরে রয়েছে। আজ অর্থাৎ শনিবার অমিত শাহ দুটি রাজ্যে একসঙ্গে সফর করবেন । একটি হল ঝাড়খণ্ড অন্যটি হল ছত্তিশগড়। সেখান থেকেই পরের দিনে তিনি যাবেন অন্ধ্র প্রদেশ।

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ১১২ দিন পূর্ণ করেছে। শুক্রবার হরিয়ানা থেকে যাত্রার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। পানিপথে একটি সভায় রাহুল গান্ধী মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। কালও যাত্রাপথ অব্যাহত থাকবে।

প্রবল শীতে সাদা টিশার্টে রাহুল গান্ধী, ১১২ দিনে হরিয়ানার পানিপথে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা - দেখুন ছবিগুলি

 

সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমকামী বিবাহের বিষয়ে তাদের জবাব দিতে বলেছে। সব পিটিশন মার্চের মধ্যে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন সমস্ত পিটিশন নিজের কাছে রেখেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার একটি বেঞ্চ কেন্দ্রকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই বিষয়ে সমস্ত পিটিশনের যৌথ উত্তর দাখিল করতে বলেছে। সব পিটিশন মার্চে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সমকামী বিয়ে নিয়ে কেন্দ্রের কাছে ফের জবাব চাইল সুপ্রিম কোর্ট, ভারতে সমকামী বিয়ের পথ কঠিন কেন?

 

২০২৩ সালে মেঘালয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নিজেদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার টুইট করে এই খবর জানিয়েছে দল। টুইটে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর এই তালিকা তৈরি করে জনসমক্ষে আনতে পেরে বেশ সন্তুষ্ট তৃণমূল কংগ্রেস।

মেঘালয় বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস, কারা জায়গা পেলেন, দেখে নিন

 

বিজেপি ও আম আদমি পার্টির নবনির্বাচিত কাউন্সিলরদের প্রথম সভাই ভন্ডুল। দুই পক্ষের সমর্থকদের হাতাহাতিতে রণক্ষেত্র দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। আপাতত স্থগিত রাখা হয়েছে মেয়র ও ডেপুটি মেয়ার নির্বাচন। আম আদমি পার্টির মাত্র ১০ জন অনির্বাচিত প্রতিনিধি এদিন শপথ গ্রহণ ককরতে পেরেছেন। তারপরই দুই দলের জনপ্রতিনিধিদের মধ্যে মারামারি শুরু হয়েছে। এই অবস্থায় অধিবেশন বাতিল করা হয়। পরবর্তী দিন ঘোষণা না করা পর্যন্ত আপাতত স্থগিত রয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বৈঠক।

নয়ডায় তৈরি হতে চলেছে নতুন ফিল্ম সিটি। এই মর্মে ইতিমধ্যেই বলিউড তারকাদের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবারই মুম্বইতে এই বৈঠক করলেন যোগী আদিত্যনাথ। বৈঠকে উপস্থিত ছিলেন জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, কৈলাস খের, সোনু নিগমের মতো তারকারা। এছাড়াও ছিলেন বলিউডের একাধিক প্রযোজক ও পরিচালক এবং সঙ্গীতজ্ঞরাও। ফিল্ম সিটির পরিকল্পনা, কী ভাবে সাজানো হবে, কত খরচ পড়বে সে বিষয় বিস্তর আলোচনা হয় এই বৈঠকে। এই প্রসঙ্গে টুইটারে পোস্টও করেন অভিনেতা জ্যাকি স্রফ, কৈলাস ও সোনু সুদও।

বিমান দুর্ঘটনায় রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মধ্য প্রদেশের রেওয়া জেলায়। শুক্রবার মধ্য প্রদেশের পুলিশ জানিয়েছে, রাজধানী ভূপাল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় প্রশিক্ষণ দেওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়ে একটি বিমান। বিমানের পাইলট ঘটনাস্থলেই নিহত হন, প্রশিক্ষক পাইলটকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় রেল প্রতিদিনই নিচ্ছে নতুন নতুন সিদ্ধান্ত। এবার ট্রেনে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আরও একটি পদক্ষেপ নিতে চলেছে রেল মন্ত্রক। রেল মন্ত্রক আগামী দিনে ৭০৫ কোটি টাকা খরচ করে প্রায় ১৫ হাজার কোচে সিসিটিভি বসাতে চলেছে। এই ক্যামেরাগুলি রাজধানী, দুরন্ত এবং শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনের পাশাপাশি ইএমইউ, মেমু এবং ডেমুর মতো যাত্রীবাহী ট্রেনগুলিতে ইনস্টল করা হবে।

বৃহস্পতিবার দিল্লিতে ঠাণ্ডা ও কুয়াশা পুরোদমে ব্যাটিং করল। ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এদিন দিল্লির সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল তিন ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রাও পৌঁছেছে ১৬ দশমিক ৫ ডিগ্রিতে। এ কারণে গত ১০ বছরের মধ্যে ৫ জানুয়ারি ছিল শীতলতম দিন। ঠান্ডার পাশাপাশি কুয়াশাও বিপাকে পড়েছে। সকাল সাড়ে ৮টায় সাফদারজং ও পালামের দৃশ্যমানতা ছিল ৫০ মিটার। শুক্রবারও শৈত্যপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। কালও অব্যাহত থাকবে প্রবল ঠান্ডা।

Weather Update: গত ১০ বছরে জানুয়ারিতে এমন ঠান্ডা পড়েনি! শুক্রবার শৈত্যপ্রবাহের কমলা সতর্কতা জারি

 

Share this article
click me!

Latest Videos

এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
Hooghly-তে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে ED-র বড়সড় অভিযান! এলাকায় উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে হিন্দুদের মহামিছিল বাংলাদেশের রংপুরে, দেখুন | Chinmay Krishna Das
Suvendu Adhikari : 'চিকিৎসা করাতে ভারতে আসবেন না' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
বাংলায় দেব দেবীর মূর্তি ভাঙার অভিযোগ তুলে বিধানসভা ওয়াক আউট শুভেন্দুদের, দেখুন ভিডিও | BJP Walk Out