আজ থেকে শুরু হচ্ছে প্রবাসী ভারতীয় সম্মেলন, সঙ্গে রইল দেশের সেরা ১০টি খবর

দেশের সেরা ১০টি খবর দিনের প্রথমে এক নজরে দেখে নিন। আজ থেকেই শুরু হচ্ছে প্রবাসী ভারতীয় সম্মেলন।

 

Web Desk - ANB | / Updated: Jan 08 2023, 07:05 AM IST

১. ২০১৯ সালের পর এই প্রথম সরাসরি 'প্রবাসী ভারতী দিবস' বা NRI Day পালন করা হবে মধ্যপ্রদেশের ইন্দোরে। কেন্দ্রীয় সরকারে এক কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিক পর্বের প্রস্তুতি প্রায় সাড়া হয়ে গেছে। রবিবার থেকেই সূচনা হবে এই অনুষ্ঠানের। প্রবাসী ভারতীয় দিবসের ১৭তম অনুষ্ঠানের থিম হল- প্রবাসী: অমৃত কালে ভারতের অগ্রগতির জন্য নির্ভরযোগ্য অংশীদার'। তিন দিনের অনুষ্ঠানে ৭০টিরও বেশি দেশের প্রায় সাড়ে তিন হাজার সদস্য এই অনুষ্ঠানে যোগ দান করবেন।

Pravasi Bharatiya Divas: প্রবাসী ভারতীয় দিবসে অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী মোদী, কাল শুরু ইন্দোরে

Latest Videos

 

২. আজ থেকে শুরু হবে প্রবাসী ভারতীয় দিবস। সোমবার কনভেনশনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাপ্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

৩. ধ্বংসের মুখে দাঁড়িয়ে বদ্রীনাথের প্রবেশ দ্বার যোশীমঠ। হেমকুণ্ড সাহিব, আন্তর্জাতিক স্কিউং -এর ক্ষেত্র আউলির মধ্যে পর্যটকদের প্রিয় স্থানও এই যোশীমঠ থেকে যাওয়া যায়। কিন্তু প্রাকৃতিক বিপর্যের কারণে বিপর্যস্ত পাহাড়ি এই সুন্দর জায়গাটি। এদিন উত্তরাখাণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন। আদি গুরু শঙ্করাচার্য এই জায়গাটিতে দীর্ঘ দীর্ঘ দিন আগে তপস্যা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। যোশীমঠ ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। বাড়ি, রাস্তা এমনকি পাহাড়েও ফাটল দেখা দিচ্ছি। বেশ কিছু বাড়ি ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয়রা দাবি করছে। ইতিমধ্যে ৬০০ পরিবারকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Joshimath Sinking: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বদ্রীনাথের প্রবেশদ্বার যোশীমঠ, দেখুন ভয়ঙ্কর ছবিগুলি

 

৪. বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগে দিল্লির একটি আদালত এয়ার ইন্ডিয়ার যাত্রী শঙ্কর মিশ্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। যদিও পুলিশ নিজেদের হেফাজতে চেয়েছিল যাত্রীকে। পুলিশের আবেদন প্রত্যাখ্যান করেন বিচারক। অভিযুক্ত শঙ্কর মিশ্রের জামিনের আবেদনের শুনানি হবে আগামী ১১ জানুয়ারি।

৫. প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তরভারত। দিল্লী-সহ একাধিক রাজ্যে জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। সপ্তাহের শেষে ঘন কুয়াশায় ঢাকল রাজধানী। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে ব্যহত বিমান চলাচল। কুয়াশার জেরে দেরিতে চলছে একাধিক ট্রেনও। প্রবল হাড়কাঁপানো ঠান্ডায় গোটা রাজধানী জুড়ে। গোটা সপ্তাহ জুড়েই নিম্নমুখী তাপমাত্রার পারদ। গত সপ্তাহেই দিল্লির বেশ কিছু জায়গায় আড়াই ডিগ্রির নীচেও নেমেছিল তাপমাত্রা। শুক্রবার থেকে আরও কমতে থাকে রাজধানীর তাপমাত্রা। প্রবল শৈত্যপ্রবাহের জেরে দুষ্কর হয়ে উঠেছে বাড়ি থেকে বেরোনোও।

ঘন কুয়াশায় ঢাকল রাজধানী, দিল্লী বিমান বন্দর থেকে দেরিতে উড়বে একাধিক বিমান

 

৬. কাবুলিওয়ালার প্রেমে পড়েই কি সীমান্ত পেরিয়েছিলেন অসমের বধূ ওয়াহিদা? গত বছরের নভেম্বর মাস থেকেই ছেলে-সহ নিখোঁজ ছিলেন ওয়াহিদা। ঘটনার এক মাসের মধ্যেই ওয়াহিদার পরিবার জানতে পারে ছেলে নিয়ে পাকিস্তানের জেলে বন্দি ওয়াহিদা। অসমের নগাঁও থেকে পাকিস্তানের কোয়েটার কারাগাড়ে কী ভাবে পৌঁছলেন ওয়াহিদা? সেই নেপথ্যের কাহিনী অনুসন্ধানেই সূত্র খুঁজছে পুলিশ। পরিবার সূত্রে জানা যাচ্ছে ওয়াহিদার স্বামী মহসিন খান মারা গিয়েছিলেন বছর চারেক আগে। এরপরই এক কাবুলিওয়ালার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। গত বছরের নভেম্বর মাসে নগাঁও সদর থেকে ছেলেকে নিয়ে গাড়িতে ওঠেন ওয়াহিদা। কিন্তু তারপর থেকেই আর কোনও খোঁজ মেলেনি তাঁর। সূত্রের খবর নিখোঁজ হওয়ার আগে স্বামীর যাবতীয় সম্পত্তি ১ কোটি ৬০ লক্ষ টাকায় বিক্রি করেছিলেন ওয়াহিদা। ঘটনার এক মাসের মাথায় ওয়াহিদার পরিবার জানতে পারে পাকিস্তানের জেলে পুত্র-সহ বন্দি ওয়াহিদা।

৭. আমেরিকার ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি ওয়েলস ফার্গো, ছয়ই জানুয়ারী, ভারতে তার শাখার ভাইস-প্রেসিডেন্ট শঙ্কর মিশ্রকে বরখাস্ত করেছে। শঙ্কর মিশ্র মদ্যপ অবস্থায়, সত্তরোর্ধ এক মহিলার উপর প্রস্রাব করেছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চান অভিযুক্ত শঙ্কর। তবে লাভ বিশেষ হয়নি। এদিন ওয়েলস ফার্গো সংস্থা বলেছে, “ওয়েলস ফার্গো সংস্থার সমস্ত কর্মীর পেশাগত এবং ব্যক্তিগত আচরণ সর্বোচ্চ স্তরের। সেই প্রেক্ষিতে এই অভিযোগগুলি অত্যন্ত বিরক্তিকর বলে আমরা মনে করছি। এর জন্য ওই ব্যক্তিকে ওয়েলস ফার্গো সংস্থা থেকে বরখাস্ত করা হচ্ছে। আমরা তদন্তকারীদের সঙ্গে সবরকম সহায়তা করছি।”

৮. কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী ৯-১১ জানুয়ারি জি-২০ ইন্ডিয়া প্রেসিডেন্সির প্রথম বৈঠক G-20 গ্লোবার পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুয়েন্স বা GPFIএর সভা অনুষ্ঠিত হয়। সভা হবে ইকো পার্কের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই সেজে উঠেছে কলকাতা। কারণ তিলোত্তমায় কলকাতায় আর কয়েক দিনের মধ্যেই উপস্থিত হবেন দেশ বিদেশের অতিথিরা। দুই দিনের এই বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হবে।

G-20 Kolkata: জি-২০র প্রথম বৈঠকের জন্য প্রস্তুত কলকাতা, সেজে উঠেছে তিলোত্তমা

 

৯. আজ অমিত শাহ যাবেন অন্ধ্র প্রদেশে। সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। জানুয়ারি মাসে ১১টি রাজ্যে সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

১০. শনিবার গঙ্গায় প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর চিতাভষ্ম বিসর্জন দেওযা হয়েছে। হরিদ্বারের ভিআইপি ঘাটে প্রথামেনেই এই কাজ সম্পন্ন করা হয়। কোনও প্রশাসনিক ব্যবস্থা ছাড়া এই বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024