প্রতিষ্ঠা: ১৯৩০ (ব্রিটিশ আমলে মায়ো কলেজের পরে প্রতিষ্ঠিত)
বিশেষত্ব: এটি ভারতের মাত্র ৫ টি রাষ্ট্রীয় মিলিটারি স্কুলের মধ্যে একটি।
এখান থেকে পাশ করা ছাত্রদের এনডিএ এবং প্রতিরক্ষা পরিষেবায় অনেক নির্বাচিত হয়।
ভর্তি প্রক্রিয়া:
৬ষ্ঠ এবং ৯ম শ্রেণীতে ভর্তি
প্রবেশিকা পরীক্ষার সঙ্গে মেডিকেল টেস্ট এবং সাক্ষাৎকার।