DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা চলছে। AICPI সূচকের উপর নির্ভর করে ডিএ বৃদ্ধির হার, এবং বিশেষজ্ঞরা ২-৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন। বর্তমানে ৫৫% ডিএ পাচ্ছেন কর্মীরা, এবং নতুন ডিএ ঘোষণা হলে তা ৫৭% হতে পারে।
বিগত বেশ কয়েক বছরে এই ভাতা বৃদ্ধির (DA Hike) হার সবচেয়ে কম ছিল। এই আবহে দ্বিতীয় দফায় কেন্দ্র কত শতাংশ হারে বাড়বে তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
511
জুলাই আসতে আর বেশি দেরি নেই। ফলে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হিসেব নিকেশ, এমনই মত অনেকের।
611
সরকারি কর্মীদের ডিএ বাড়ে AICPI সূচকের ওপর নির্ভর করে। এই সূচক উর্ধ্বমুখী থাকলে মহার্ঘ ভাতা বেশি হারে বাড়ে। তেমনই সূচক নিম্নমুখী হলে ডিএ বৃদ্ধির হারও কম হয়।
711
মার্চ মাসে এই সূচক ০.২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪৩.০ হয়েছে। জানুয়ারি মাসেপ চেয়ে ১৪৩.২ এখনও এটি সামান্য কম। তবে আগের কয়েক মাসে এই সূচ্ক উর্ধ্বমুখী ছিল।
811
বিশেষজ্ঞের মতে, এবার ২ থেকে ৩ শতাংশ বাড়তে পারে ডিএ। এমনই অনুমান করা হচ্ছে AICPI সূচক দেখে।