DA Hike: ২ নাকি ৩, কত শতাংশ বাড়বে কেন্দ্রীয় কর্মীদের দ্বিতীয় দফার DA? প্রকাশ্যে নয়া তথ্য

Published : May 15, 2025, 11:49 AM IST

DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা চলছে। AICPI সূচকের উপর নির্ভর করে ডিএ বৃদ্ধির হার, এবং বিশেষজ্ঞরা ২-৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন। বর্তমানে ৫৫% ডিএ পাচ্ছেন কর্মীরা, এবং নতুন ডিএ ঘোষণা হলে তা ৫৭% হতে পারে।

PREV
111

সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি (DA Hike) নিয়ে জল্পনার অন্ত নেই। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বছর ২ দফা ডিএ বাড়ে।

211

প্রতি বছর জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে বাড়ে ডিএ। চলতি বছরে প্রথম দফা ডিএ বৃদ্ধির কথা সকলের জানা। এবার আলোচনার শীর্ষে দ্বিতীয় দফা ডিএ বৃদ্ধির খবর।

411

বিগত বেশ কয়েক বছরে এই ভাতা বৃদ্ধির (DA Hike) হার সবচেয়ে কম ছিল। এই আবহে দ্বিতীয় দফায় কেন্দ্র কত শতাংশ হারে বাড়বে তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

511

জুলাই আসতে আর বেশি দেরি নেই। ফলে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হিসেব নিকেশ, এমনই মত অনেকের।

611

সরকারি কর্মীদের ডিএ বাড়ে AICPI সূচকের ওপর নির্ভর করে। এই সূচক উর্ধ্বমুখী থাকলে মহার্ঘ ভাতা বেশি হারে বাড়ে। তেমনই সূচক নিম্নমুখী হলে ডিএ বৃদ্ধির হারও কম হয়।

711

মার্চ মাসে এই সূচক ০.২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪৩.০ হয়েছে। জানুয়ারি মাসেপ চেয়ে ১৪৩.২ এখনও এটি সামান্য কম। তবে আগের কয়েক মাসে এই সূচ্ক উর্ধ্বমুখী ছিল।

811

বিশেষজ্ঞের মতে, এবার ২ থেকে ৩ শতাংশ বাড়তে পারে ডিএ। এমনই অনুমান করা হচ্ছে AICPI সূচক দেখে।

911

বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

1011

দ্বিতীয় দফা ডিএ ঘোষণা হলে তাদের ডিএ-র পরিমাণ ৫৫ থেকে ৫৭ হতে পারে।

1111

এর প্রভাব পড়বে বেতনে। এক ধাক্কায় বাড়বে বেতন। তাই এখন দেখার মোদী সরকার কত শতাংশ বৃদ্ধি করে দ্বিতীয় দফা ডিএ।

click me!

Recommended Stories