দিনে দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়েই চলেছে। গত সপ্তাহে টানা কয়েকদিন প্রতিদিন আক্রান্তের সংখ্যা তিন হাডারের গণ্ডি পেরোচ্ছিল। সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান সেই রেকর্ডও ভেঙে দিল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের শিকার হয়েছে ৪,২১৩ জন। যা এদেশে একদিনে আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
এদিকে একদিনে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ানোয় দেশে বর্তমানে কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,১৫২। যার মধ্যে ২০,৯১৭ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। ফলে সক্রিয় কেসের সংখ্যা বর্তমানে ৪৪,০২৯। সরকারি ভাবে এখনও পর্যন্ত ভারতে করোনার বলি হয়েছেন ২,২০৬ জন।
বাড়ি ফেরাতে উদ্যোগই নিচ্ছে না রাজ্য, হরিদ্বারে মমতার বিরুদ্ধে স্লোগান বাঙালি তীর্থযাত্রীদের
এপ্রিলে চাকরি হারিয়েছেন ২ কোটি, বেকারত্ব সামাল দিতে এবার এইচ-ওয়ান বি ভিসা বন্ধের পথে আমেরিকা
খুন হতে পারেন আশঙ্কা করেছিলেন, নিজের অ্যাপার্টমেন্টেই উদ্ধার হল করোনা গবেষকের দেহ
এদিকে রবিবার দেশে আক্রান্ত হওয়া করোনা রোগীদের মধ্যে প্রায় অর্দ্ধেকই মহারাষ্ট্রের। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন ১,৯৪৩ জন। যার মধ্যে বাণিজ্য রাজধানী মুম্বইতেই আক্রান্ত হয়েছেন ৮৭৫ জন। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে কোভিড ১৯ রোগী আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন, গুজরাতে ২৪ ঘণ্টায় সংখ্যা ৩৯৮। আর রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণের শিকার হয়েছেন রবিবার ৩৮১ জন। এদিকে বাংলা, ওড়িশা ও বিহার তিন রাজ্যে যৌথভাবে একদিনে আক্রান্তের সংখ্যা ৩২১। গত ২৪ ঘণ্টায় সারা ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১১৩ জনের। যার মধ্যে ৫৩ জনই মহারাষ্ট্রের বাসিন্দা।