Train Accident: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত অন্তত ৮, আহত ২০

ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফিরল অন্ধ্রপ্রদেশে। রবিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় ট্রেন দুর্ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হল।

অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় রবিবার সন্ধেবেলা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল। এই দুর্ঘটনায় অন্তত আটজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বিশাখাপত্তনম থেকে রায়গড়ার দিকে যাচ্ছিল একটি ট্রেন। অন্য একটি ট্রেনেরে ধাক্কায় সেই ট্রেন লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব-উপকূল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘বিজয়নগরম থেকে রায়গড়ের দিকে যাওয়া একটি যাত্রীবাহী ট্রেনের কয়েকটি কামরা লাইনচ্যূত হয়েছে। বিশাখাপত্তনম থেকে পালাসার দিকে যাওয়া অপর একটি যাত্রীবাহী ট্রেন প্রথম ট্রেনটিকে ধাক্কা মারে। তার ফলেই ট্রেনটি লাইনচ্যূত হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তবে মোট কতজন আহত হয়েছেন সেটা এখনও জানা যায়নি। দু’টি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ায় অনেকের আহত হওয়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের উদ্ধারকার্য এবং ট্রেন পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।'

শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Latest Videos

অন্ধ্রপ্রদেশে এই ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের 'এক্স' হ্যান্ডলে জানানো হয়েছে, ‘রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলামান্দা ও কান্টাকাপাল্লে সেকশনের মাঝখানে দুর্ভাগ্যজনকভাবে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের সবরকম সাহায্য করা করা হচ্ছে। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন।’

আর্থিক সাহায্য ঘোষণা

অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, 'দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হয়। সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী। আমি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।' এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের নিকটাত্মীয়দের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া ট্রেনের যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ট্রেন পাঠানো হয়েছে। রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

শোকপ্রকাশ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর

এই দুর্ঘটনার পর উদ্ধারকার্যে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি। তিনি মৃতদের মধ্যে অন্ধ্রপ্রদেশের বাসিন্দাদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্য রাজ্যের মৃত যাত্রীদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের মধ্যে যাঁরা অন্ধপ্রদেশের বাসিন্দা, তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে। অন্য রাজ্যের বাসিন্দা গুরুতর আহতদের ৫০,০০০ টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

গুগল ম্যাপেও ইন্ডিয়া ও ভারত টানাপোড়েন, ইন্ডিয়া সার্চ করলেই জাতীয় পতাকা দেখিয়ে মিলছে ভারতের নাম

কেরলের বোমা বিস্ফোরণ ঘটনার দায় স্বীকার করে আত্মসমর্পণ এক ব্যক্তির, শুরু হল জিজ্ঞাসাবাদ

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia