ভারতে পরের পর লাইনচ্যুত ট্রেন! পাকিন্তানি সন্ত্রাসীর হাতের আশঙ্কা, হুমকি ভিডিও প্রকাশ করল ঘোরি

ভারতে পরের পর ট্রেন লাইনচ্যুত! পাকিন্তানি সন্ত্রাসীর হাতের আশঙ্কা, হুমকি ভিডিও প্রকাশ করল ঘোরি

প্রকাশ্যে এল হাড় হিম করা ভিডিও! ফের প্রকাশ্যে এল বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের মূল অভিযুক্ত পাকিস্তানি সন্ত্রাসীর হুমকি ভিডিও। সম্প্রতি টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে ফারহাতুল্লাহ ঘোরির একটি হুমকি ভিডিও।

দিল্লি এবং মুম্বাই সহ প্রধান ভারতীয় শহরগুলিতে ট্রেন লাইনচ্যুত করার হুমকি দিয়েছেন এই সন্ত্রাসী। বেশ কয়েক সপ্তাহ ধরে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। এই ভিডিও প্রকাশ পেতেই ভারতীয় সংস্থাগুলিতে মারাত্মক উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Latest Videos

ভারতীয় রেলে মাঝে মধ্যে ট্রেন লাইনচ্যুত হচ্ছে। এর সঙ্গে এই ভিডিওর কোনও সংযোগ আছে কি না তা নিয়ে অত্যন্ত উদ্বেগ রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে।

উদাহরণ হিসাবে বলা যেতে পারে ২৩ এবং ২৪ আগস্ট, একই স্থানে রেলের ট্র্যাকে সিমেন্ট ব্লক স্থাপন করা ছিল এর ফলে বন্দে ভারতের লাইনচ্যুত হওয়ার ব্যাপক সম্ভাবনা ছিল। এই সিমেন্ট ব্লক রাখা ঘোরির পরিকল্পনা বলেই মনে করা হচ্ছে।

তিন মিনিটের এই ভিডিওতে, “ফিদায়িন যুদ্ধ”-র কথা বলেছেন। এ ছাড়া হিন্দু নেতা ও পুলিশ কর্মীদের আক্রমণ করার কথা বলা হয়েছে এই ভিডিওতে। ভিডিওটি পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) দ্বারা ভারতের মধ্যে অস্থিরতা এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কি না সেই বিষয়েও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Share this article
click me!

Latest Videos

মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News