'পুষ্পা'র কায়দায় চন্দন কাঠ পাচারের চেষ্টা, সিনেমার কৌশল খাটল না বাস্তবের পুলিশের সামনে

আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত তেলেগু (Telugu) সিনেমা 'পুষ্পা'র (Pushpa) কায়দায় চন্দন কাঠ পাচারের (Sandalwood Smuggler) চেষ্টা। মহারাষ্ট্র পুলিশের  (Maharashtra Police) হাতে গ্রেফতার বেঙ্গালুরুর (Bengaluru) এক ব্যক্তি।
 

দেশে-বিদেশে সাড়া ফেলে দিয়েছে আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত তেলেগু (Telugu) মুভি 'পুষ্পা' (Pushpa)। এই চলচ্চিত্রে বিভিন্ন সংলাপ এবং গানগুলি এখন চলচ্চিত্র তারকা, ক্রিকেটার, সোশ্যাল মিডিয়া এবং ফ্যানদের ইনফ্লুয়েন্সারদের মুখে মুখে ঘুরছে। প্রত্যেকেই এই সিনেমার সংলাপ-গান নকল করে ভিডিও বানিয়ে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তবে, এবার 'পুষ্পা' সিনেমাটি অনুপ্রেরণা দিল বেঙ্গালুরুর (Bengaluru) এক চন্দন কাঠ পাচারকারী (Sandalwood Smuggler) চক্রকেও। বৃহস্পতিবার, একেবারে ফিল্মি স্টাইলে, রক্তচন্দন কাঠ পাচার করতে গিয়ে ধরা পড়ল এই চক্রের এক সদস্য। 

চোরাই রক্তচন্দন কাঠ ভরা একটি ট্রাক নিয়ে কর্ণাটক-অন্ধ্র সীমান্ত (Karnataka-Andhra Border) পেরিয়ে মহারাষ্ট্রে (Maharashtra) যাচ্ছিলেন ইয়াসিন ইনাইতুল্লা। পুষ্পা সিনেমা দেখে, চন্দনকাঠ পাচারের এক নয়া কৌশল অবলম্বন করেছিল সে। সিনেমায় অভিনেতা আল্লু অর্জুন অভিনিত চরিত্রটি প্রথমে ট্রাকে চন্দন কাঠ বোঝাই কর, তারপর তার উপর দুধের ক্যান চাপিয়ে তা আড়াল করে দিত। এই দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে ইয়াসিন প্রথমে লাল চন্দন কাঠ ট্রাকে তুলেছিলেন। তার উপরে ফল ও সবজির বাক্স বোঝাই করেছিলেন। তার উপর ট্রাকটির গায়ে তিনি 'কোভিড-১৯'এর প্রয়োজনীয় পণ্য' লেখা একটি স্টিকারও সাঁটিয়েছিলেন। 

Latest Videos

আরও পড়ুন - Chandreyee Ghosh: রশ্মিকার 'সামি'র তালে উদ্দাম নাচ, কোমরের ঠুমকায় ঘুম উড়ালেন চান্দ্রেয়ী

আরও পড়ুন - Viral Pushpa Reel: নয়া ট্রেন্ডে পুষ্পা ঝড়, সেলেব থেকে সাধরনের রিলে বুঁদ নেটপাড়া

আরও পড়ুন - Bold Nora Fatehi: নোরার আইটেম ডান্স মানেই বাজিমাত, পুষ্পা থেকেও আসে ডাক

এভাবেইই সে, কর্ণাটক-অন্ধ্র সীমান্তের পুলিশ কর্মীদের ধোকা দিয়েছিল। কোনওরকমে পুলিশি ঝামেলা ছাড়াই সে চোরাই কাঠ ভর্তি ট্রাক নিয়ে সীমান্ত অতিক্রম করেছিল। কিন্তু, সমস্যা হয় মহারাষ্ট্রে (Maharashtra) প্রবেশের সময়। মহারাষ্ট্র সীমান্ত অতিক্রম করার পরই, সাংলি জেলার (Sangli District) মেরাজ নগরের গান্ধী চকে, মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police) তাকে ধরে ফেলে। পুলিশ চোরই রক্তচন্দন কাঠ ভরা তার ট্রাকটিও বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে ওই চোরই চন্দন কাঠের বাজার মূল্য ২.৪৫ কোটি টাকা!

এই ঘটনার বিষয়ে, সাংলির পুলিশ সুপার দীক্ষিত গেদাম জানিয়েছেন, ওই পথে বেআইনিভাবে যে চন্দন কাঠ আনা হচ্ছে, সেই খবর আগেই তাঁরা গোপন সূত্র মারফৎ পেয়েছিলেন। সেই তথ্যের ভিত্তিতে, বন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মহারাষ্ট্র পুলিশ একটি যৌথ অভিযান চালায়। অভিযানের সময়, আমরা একটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্ত ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। ট্রাক থেকে প্রায় ১ টন চন্দন কাঠ পাওয়া গিয়েছে, যার মূল্য প্রায় ২.৪৫ কোটি টাকা। ট্রাকটির দাম ১০ লক্ষ টাকা। ভারতীয় দণ্ডবিধি এবং বন আইনের বিভিন্ন ধারায় তার ইয়াসিনের বিরুদ্দে মামলা করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে, তা খুঁজে বের করতে আরও তদন্ত করা হচ্ছে।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar